• 'চা খান সোনা পান!' চমকে দেবে নবদ্বীপের স্পেশাল 'চৈত্র সেল'
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • চৈত্র সেলে অভাবনীয় ভাবনা। চা পান করলেই মিলতে পারে সোনা। অভিনব এই ভাবনা নদিয়ার নবদ্বীপে। এক কাপ গরম চা-এ চুমুক, আর তাতেই মিলতে পারে খাঁটি সোনা। ভাবছেন এ আবার কি? হাঁ ঠিকই,পয়লা চৈত্র থেকে শুরু হয়েছে চা-এ চৈত্র সেল। যা চলবে গোটা চৈত্র মাস জুড়ে চলবে। আর তারই মাঝে অভিনব ভাবনা 'গরিব টি স্টল'-এর কর্ণধার শিশির বন্দ্যোপাধ্যায়ের।চৈত্র সেলের কথা প্রায় জানেন। চৈত্র সেল মানেই রেডিমেড পোশাক থেকে প্রসাধনী দ্রব্য, সবের উপরেই বিশেষ ছাড়। তবে এবার চা-এ 'চৈত্র সেল'! ৫ টাকার বিনিময়ে এক কাপ চা। আর তাতেই মিলতে পারে খাঁটি সোনা। এবার আপনি হয়তো ভাবছেন এটা কী করে সম্ভব। এবার সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন গরিব টি স্টলের মালিক শিশির বন্দ্যোপাধ্যায়।

    ২০১৮ সাল থেকে চৈত্র মাসে বিশেষ এই সেলের আয়োজন করে চলেছেন শিশির বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে শিশির জানান, ২০১৮ সালে এটি শুরু করেছিলেন তিনি। যেহেতু চৈত্র মাসে জামাকাপড় বা বাসনের ওপর সেল থাকে, তাই তাঁর মাথায় আসে যে তিনি চায়ের ওপরে সেল দেবেন। এরপরেই তিনি সেটি বাস্তবায়িত করার পথে হাঁটেন। প্রথম বছর গোটা চৈত্র মাস ধরে ২ টাকায় চা বিস্কুট খাওয়ান তিনি। তার পরর বছর চৈত্র মাসে লটারির ব্যবস্থা করেন। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। তার পরের বছর তাঁর পরিকল্পনা ছিল 'চা খাও দিঘা যাও'। তবে করোনার কারণে সেটি মাঝ পথেই বন্ধ হয়ে যায়।

    এরপর কোভিডেরে জেরে বছর দুয়েক শিশির বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ সেল বন্ধ থাকে। গত বছর ফের তিনি 'চা খাও দিঘা যাও'-এর আযোজন করেন। সেখানে ১০ জন লাকি বিজেতাকে দিঘা যাওয়ার সুযোগ দেওয়া হয়। আর এবার তাঁর পরিকল্পনা চা খেলে সোনা দেওয়া। সেক্ষেত্রে ১০ জন ভাগ্যবান বিজেতাকে সোনার নাকছাবি দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। ১ মাস ধরে চা বিক্রির পর বিশেষ উপায়ে বেছে নেওয়া হবে ওই লাকি বিজেতাদের। এদিকে শিশির বন্দ্যোপাধ্যায়ের এই পরিকল্পনার কথা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ফলে অনেকেই চা খেতে ভিড় করতে শুরু করেছেন ওই দোকানে। কে বলতে পারে, কার ভাগ্যে রয়েছে সোনা জিতে নেওয়ার সুযোগ!
  • Link to this news (এই সময়)