• আইপিএলের আগে আরও এক ভারতীয় ক্রিকেটার সুস্থ, খেলবেন প্রথম ম্যাচ থেকেই
    আনন্দবাজার | ১৯ মার্চ ২০২৪
  • আইপিএল শুরু হওয়ার আগেই সুখবর পেল লখনউ সুপার জায়ান্টস। তাদের অধিনায়ক কেএল রাহুল ফিট হয়ে গেলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) রাহুলকে ফিট ঘোষণা করেছে। তবে এটাও জানিয়েছে, প্রথম কয়েকটি ম্যাচে রাহুল হয়তো উইকেটকিপিং করতে পারবেন না।

    ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কোয়াড্রিসেপ্‌সে চোট পেয়েছিলেন রাহুল। বাকি টেস্টগুলি খেলতে পারেননি। তৃতীয় ম্যাচে যোগ দেওয়ার কথা থাকলেও ছিটকে যান। এনসিএ-তে থাকাকালীন ব্যাটিং, কিপিং এবং ফিল্ডিংয়ের ভিডিয়ো সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাহুল।

    বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থাকে বলেছেন, “এনসিএ রাহুলকে ছাড় দিয়েছে। লখনউ দলে ২০ তারিখ যোগ দেবে। তার পরে জয়পুরে প্রথম ম্যাচ খেলতে উড়ে যাবে। শোনা যাচ্ছে প্রথম দিকে ওকে সামনে ঝুঁকতে বারণ করা হয়েছে। কয়েকটা ম্যাচ পরেই ও কিপিং করতে পারবে। প্রথম কয়েকটা ম্যাচে ও শুধু ব্যাটার হিসাবেই খেলবে।”

    তবে রাহুল কিপিং করতে না পারলেও লখনউ চিন্তা করছে না। কুইন্টন ডি’কক অথবা ওয়েস্ট ইন্ডিজ়‌ের নিকোলাস পুরানকে দিয়ে কিপিং করানো যেতে পারে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেতে গেলে আইপিএলে ভাল খেলতেই হবে রাহুলকে।

    বোর্ডের ওই সূত্র বলেছেন, “আগের পারফরম্যান্সের কারণেই বিশ্বকাপের প্রথম তিন ব্যাটারের মধ্যে রাহুলের নাম ভাবা হচ্ছে না। যদি আইপিএলে ভাল খেলে, তা হলে পাঁচ বা ছ’নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসাবে খেলতে পারে। যদি শুধু ব্যাটার হিসাবে খেলে তা হলে রিঙ্কু সিংহ, ঋষভ পন্থের মতো বিকল্প হাতে রয়েছে।”

  • Link to this news (আনন্দবাজার)