Lok Sabha Election 2024: ডিজি পদে রাজীব কুমারের উত্তরসূরি কে? জানিয়ে দিল নির্বাচন কমিশন
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
West Bengal Police DG:
শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। সেদিন থেকেই দেশ জুড়ে কার্যকর হয় আদর্শ নির্বাচনী আচরণবিধি। সেই বিধি জারির ৪৮ ঘন্টা পরই কমিশন, রাজীব কুমাররে ডিজি পদ থেকে সরিয়ে দেয়। ওই আইপিএস-কে নির্বাচনী কোনও প্রক্রিয়ার অংশ না করারও নির্দেশ দিয়েছে কমিশন।