রাজনীতির ময়দানের পর, এবার নাকি সায়ন্তিকা বন্দোপাধ্যায় বিয়ে করছেন? বাঁকুড়া থেকে টিকিট না পেতেই কি তবে জীবনের সিদ্ধান্ত পাল্টাচ্ছেন? মুখ খুললেন তিনি।
অভিনেত্রীর কথায় অনুরোধ এবং কিছু মাত্রায় বিরক্তি একেবারে পরিষ্কার। এতদিন ধরে, তিনি যা সহ্য করেছেন সেটিকেই পরিষ্কার জানালেন মাত্র। আর, তাঁর পাশাপাশি এও জানালেন যে বাঁকুড়ার মাটি আঁকড়ে পরে থাকবেন। তাও এখান থেকে কোথাও যাবেন না।