• Sayantika Banerjee: রাজনীতির মঞ্চে জায়গা না পেতেই গাঁটছড়া বাঁধছেন সায়ন্তিকা! জায়েদের ‘নাটুকে বিয়ের’ পরই সামনে আনলেন বিরাট সত্যি…
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • রাজনীতির ময়দানের পর, এবার নাকি সায়ন্তিকা বন্দোপাধ্যায় বিয়ে করছেন? বাঁকুড়া থেকে টিকিট না পেতেই কি তবে জীবনের সিদ্ধান্ত পাল্টাচ্ছেন? মুখ খুললেন তিনি।

    অভিনেত্রীর কথায় অনুরোধ এবং কিছু মাত্রায় বিরক্তি একেবারে পরিষ্কার। এতদিন ধরে, তিনি যা সহ্য করেছেন সেটিকেই পরিষ্কার জানালেন মাত্র। আর, তাঁর পাশাপাশি এও জানালেন যে বাঁকুড়ার মাটি আঁকড়ে পরে থাকবেন। তাও এখান থেকে কোথাও যাবেন না।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)