• Humanitarian aid to Gaza: অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দিতে মরিয়া আমেরিকা, বিশেষ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • United States plans to deliver humanitarian aid to Gaza:

    কমোডোর কেসনুর বলেন, ‘এমন ভাসমান জেটি তৈরি সামরিক কার্যকলাপেরই অংশ। কোনও দেশের সঙ্গে লড়াইয়ের সময়ও এমন অস্থায়ী ভাসমান জেটি তৈরি করা হয়। অথবা, কোথাও ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও অস্থায়ী জেটির সাহায্য নেওয়া হয়। এক্ষেত্রে মালপত্র ওঠানো এবং নামানো, সবটাই সমুদ্রের ওপর থাকা অস্থায়ী জেটিতেইই করা যায়। কোনও দেশের স্থলে নামার দরকারই পড়ে না।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)