• সুহেলের জোড়া গোল, জুনিয়রদের ডার্বিতে পাঁচ গোল মোহনবাগানের...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দাদাদের হাতছাড়া হওয়া সুযোগ কাজে লাগাল ভাইরা।‌ মঙ্গলবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে ছোটদের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ৫-১ গোলে হারাল মোহনবাগান। জোড়া গোল সুহেল ভাটের। বাকি তিনটে গোল করেন শিবাজিৎ, টাইসন এবং দীপেন্দু বিশ্বাস। এরা সকলেই এবারের কলকাতা লিগে দাপটের সঙ্গে খেলেছে। সুহেল বড়দের ডার্বিতে আঠারোজনের দলেও ছিলেন। ৫-০ গোলে ইস্টবেঙ্গলকে হারানোর স্বপ্নে শেষ মিনিটে জলাঞ্জলি। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে গোল হজম করে বাগান। যার ফলে ক্লিনশিট রেখে মাঠ ছাড়তে পারল না সবুজ মেরুন ব্রিগেড। এর আগে ইস্টবেঙ্গলকে পাঁচ গোলের ব্যবধানে হারানোর নজির নেই। করিম বেঞ্চারিফার আমলে ৫-৩ গোলে ডার্বি জিতেছিল সিনিয়র দল। জুনিয়রদের হলেও, এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঁচ গোলের ব্যবধানে জেতার সুযোগ ছিল বাগানের। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সুহেলরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। নব্বই মিনিট পুরোপুরি একতরফা। দাঁড়াতেই পারেনি লাল হলুদের জুনিয়ররা। এক সপ্তাহ আগে আইএসএলের ফিরতি ডার্বিতে প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়েছিল কামিন্স, দিমিত্রিরা।‌ পাঁচ গোল দেওয়ার সুযোগ ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে কোনও গোল হয়নি। এদিন আরএফডিএল ডার্বিতে সেই আক্ষেপ মেটাল মোহনবাগানের ছোটরা। 
  • Link to this news (আজকাল)