• প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল সাংসদের...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: অন্ধ্রপ্রদেশে ভোট প্রচারে যাওয়ার জন্য বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে আজ এই অভিযোগ দায়ের করেছেন নির্বাচন কমিশনে। অন্ধ্রপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে সাকেত দাবি করেছেন, আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরেও বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহরার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী। সেই কারণে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে আইননানুগ পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ।গতকাল সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের চিলাকালুরিপেটে নির্বাচনী প্রচারসভার জন্য পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। কমিশনে লেখা আবেদনপত্রে সাকেত গোকলে লিখেছেন, "আইন অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন প্রচার অথবা সেই সম্পর্কিত যে কোনও কাজে সরকারি যানবাহন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে কোনও রকমের হেলিকপ্টার, বিমান, গাড়ি, জিপ, নৌকা, হভারক্রাফ্ট ব্যবহার করা যাবে না, যেগুলি কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন, রাজ্য এবং কেন্দ্রের সংস্থা, স্থানীয় প্রশাসন, সমবায় স্বশাসিত জেলা প্রশাসনের মালিকানাধীন।" সাকেতের দাবি, এরফলে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে আদর্শ আচরণবিধি সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী মোদি।
  • Link to this news (আজকাল)