• রাজ্য পুলিশের নতুন ডিজি বিবেক সহায়
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কিছুক্ষণ আগেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তখন থেকেই নজর ছিল, রাজীব কুমারের জায়গায় ভোটমুখী বাংলায় নতুন ডিজি হয়ে আসবেন কে? গত কয়েকঘন্টায় বেশকিছু নাম নিয়ে জল্পনা চলছিল। সোমবার বিকেলে জানা গেল, রাজ্যের নতুন ডিজি হিসেবে নির্বাচন কমিশন সিলমোহর দিল বিবেক সহায়ের নামের পাশে।আদর্শ আচরণবিধি চালু হওয়ার পরেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেয় জাতীয় নির্বাচন কমিশন। শনিবার দুপুর ৩টে থেকে গোটা দেশে চালু হয়েছে আদর্শ আচরণবিধি। সোমবার এক বিবৃতিতে এই কথা জানায় নির্বাচন কমিশন। তাতে বলা হয়, তাঁকে এমন কোনও দায়িত্ব দেওয়া যাবে না যার সঙ্গে নির্বাচন জড়িত থাকে। নির্বাচন কমিশনের তরফেই বলা হয়েছিল, বিকেল পাঁচটার মধ্যে ডিজি এবং আইজি পদের জন্য রাজ্য সরকারের তরফে তিনটি নাম পাঠাতে হবে কমিশনকে। তিনটি নাম পাঠনো হয়, তার মধ্যে ছিল বিবেক সহায়ের নামও। বিকেল হতেই জানা গেল রাজ্য পুলিশের নতুন ডিজি পদে এলেন বিবেক সহায়।
  • Link to this news (আজকাল)