• রিঙ্কুতে মজে কলকাতা, ঊষা উত্থুপের গানের তালে নাচ নাইট তারকার...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: মঞ্চে উপস্থিত গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ার। কিন্তু ঘরের ছেলের "ঘর ওয়াপসি" বা বর্তমানে ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্রের নতুন ইনিংস শুরু নিয়ে কোনও আগ্রহ নেই শহরের। কলকাতার ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে একটাই নাম, রিঙ্কু সিং। নাইটদের উঠতি তারকায় আচ্ছন্ন কেকেআরের সমর্থকরা। শ্রেয়স মঞ্চে উঠতেই দর্শক আসন থেকে রিঙ্কুর নামে ধ্বনি। রবিবার রাতে পৌঁছেছেন মিচেল স্টার্ক। তাঁকে নিয়েও কোনও মাতামাতি নেই। আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের সমারোহের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন পাঁচ ছক্কার মালিক। যা দেখে হয়তো কিছুটা অবাকই হবেন খোদ রিঙ্কুও। সোমবার রাতে কলকাতার একটি পাঁচতারা হোটেলে কলকাতা নাইট রাইডার্সের নতুন জার্সি এবং অ্যাপ উন্মোচিত হল। সংক্ষিপ্ত জাঁকজমক অনুষ্ঠান। হাজির ছিল গোটা কেকেআর দল। ছিলেন গৌতম গম্ভীর, চন্দ্রকান্ত পণ্ডিত সহ বাকি কোচিং স্টাফরা।‌ উপস্থিত ছিলেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর। করব, লড়ব, জিতব রে..থেকে শুরু করে ঊষা উত্থুপের ট্রেডমার্ক গানে মায়াবী পরিবেশের সৃষ্টি। চলতি বছর নাইটদের প্রথম ফ্যান প্রোগ্রাম। সমর্থকদের জন্য ছিল আকর্ষণীয় কুইজ। আশা করা গিয়েছিল, "জিজি" ওরফে গৌতম গম্ভীরকে নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি থাকবে। কিন্তু সবাইকে ছাপিয়ে যান রিঙ্কু। আগাগোড়া তাঁরই নাম জপলেন নাইট সাপোর্টাররা। জার্সি উন্মোচনের সময় মঞ্চে ওঠা থেকে শুরু করে বিগ স্ক্রিনে তাঁকে ফোকাস, উঠতি তারকাকে ভালবাসায় ভরিয়ে দেয় ফ্যানরা। সমর্থকদের খালি হাতে ফেরাননি বাঁ হাতি নাইট। একেবারে ভিন্ন মেজাজে ধরা দিলেন রিঙ্কু। ক্রিজ ছেড়ে বেরিয়ে নেচে নেচে ছক্কা মারতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু এদিন নিজের জায়গায় বসে গানের তালে তালে নাচলেন রিঙ্কু। ঊষা উত্থুপের গানের সময় সবচেয়ে উত্তেজিত এবং উৎসাহিত দেখায় তাঁকে। শান সে, ডার্লিং গানে মজে যান বাঁ হাতি। রমনদীপ, অনুকূলদের পাশে বসে হাতের এবং শরীরের বিভিন্ন অঙ্গভঙ্গি‌তে লেন্সবন্দি রিঙ্কু। রীতিমত বসে বসে নাচলেন বলা যায়। যা বেশ উপভোগ করে দলের বাকি সদস্যরা। একবার জায়গা ছেড়ে উঠে দাঁড়িয়ে দশকের অভিবাদনও গ্রহণ করতে দেখা যায় তাঁকে। এদিন আনুষ্ঠানিকভাবে কেকেআরের নতুন জার্সি উন্মোচিত হল। বাজারে আনা হল "নাইট ক্লাব প্লাস" অ্যাপ। "গোল্ডেন পাস" দেওয়া হয় নাইটদের সুপার ফ্যান অশোক চক্রবর্তীকে। এই পাসে কেকেআরের সব ম্যাচে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন তিনি। গম্ভীরের প্রত্যাবর্তনে বিশেষ মরশুমের অপেক্ষায় নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর।‌
  • Link to this news (আজকাল)