Rain Forecast West Bengal : মঙ্গলেও ভিজবে শহর, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?
এই সময় | ১৯ মার্চ ২০২৪
সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির ঘনঘটা শহর জুড়ে। গোটা দক্ষিণবঙ্গেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এই সপ্তাহের শেষ থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দেখে নেওয়া যাক আবহাওয়ার আপডেট।হাওয়া অফিস সূত্রে খবর, ১৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা, পরে এটা আস্তে আস্তে সরে যাবে। উত্তরবঙ্গের দিকে তখন বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করছে তার ফলেই আমরা আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলা।
আবহাওয়া বিভাগ পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট 9 উপরে একটি অক্ষরেখা তৈরি হয়েছে ঝাড়খন্ড থেকে নর্থ অন্ধপ্রদেশের দিকে। তার ফলে ২৩ তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া থাকবে। আবার কোথাও শিলাবৃষ্টিরও দেখতে পাওয়া যায়। তাপমাত্রা বর্তমানে স্বাভাবিক থেকে ২ ডিগ্রি নিচে আছে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক চলছে। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে।
কলকাতার আবহাওয়া কেমন?
চলতি সপ্তাহে আগামী ২২ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতায়। শুক্রবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কলকাতায়। এর সঙ্গে বিক্ষিপ্ত ভাবে ৫০ - ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার পর্যন্ত একই রকম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?
উত্তরবঙ্গের একাধিক জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবারের পর থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। উত্তরের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের শেষ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত চলতে থাকবে। বৃতিপাতের সঙ্গে ঝোড়ো হওয়ার বওয়ার সম্ভাবনা রয়েছে।