• Garden Reach Building Collapsed : সাপ্লায়ার ওয়াসিমের উত্থান যেন রূপকথাই
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • এই সময়: বছর কুড়ি আগে খিদিরপুর, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ চত্বরে ইট, বালি, পাথর সরবরাহ করতেন মহম্মদ ওয়াসিম। বছরদুয়েক পরে শুরু করেন গাড়ির ব্যবসাও। ওই তল্লাটে তখন সাপ্লাইয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন হাতেগোনা কয়েকজন। তাই জোড়া ব্যবসার সৌজন্যে মাত্র কয়েক বছরের মধ্যেই ফুলেফেঁপে ওঠেন ওয়াসিম। নেমে পড়েন প্রোমোটিংয়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, যখন যে দল ক্ষমতায়, তখন সেই দলের নেতাদের সঙ্গে সখ্য তৈরি করেছেন ওয়াসিম। অভিযোগ, গত পাঁচ বছরে গার্ডেনরিচ চত্বরে সরু গলিতে বেআইনি ফ্ল্যাট তৈরি করেই কোটি-কোটি টাকা কামিয়েছেন ওই প্রোমোটার।স্থানীয় সূত্রের খবর, বেআইনি নির্মাণ থেকে ওয়াসিমের আয় রকেটের গতিতে বাড়তে থাকে। গার্ডেনরিচের বাইরেও খিদিরপুর, মেটিয়াবুরুজ চত্বরে ডালপালা মেলে তাঁর এই ব্যবসা। তবে গত বছরতিনেক পাঁচ কাঠার নীচে কোনও জমিতে ফ্ল্যাট তৈরি করতেন না ওয়াসিম। আর পাঁচ কাঠার কম জমিতে ফ্ল্যাট তৈরির জন্য দীর্ঘদিনের সঙ্গীদের নিয়ে টিম তৈরি করে দিয়েছিলেন। শুরু করেছিলেন পুরোনো বাড়ি বেচাকেনাও। গার্ডেনরিচে গত কয়েক বছরে যে সব পুরোনো বাড়ি বিক্রি হয়েছে, প্রায় তার সবক'টির ক্রেতা ঠিক করেছেন ওয়াসিম। শেয়ার মার্কেটে টাকা খাটানোর পাশাপাশি স্ত্রীর নামে শুরু করেছিলেন পোশাকের ব্যবসাও।

    রবিবার রাতে গার্ডেনরিচে ভেঙে পড়া বেআইনি বহুতল নির্মাণের অভিযোগে আপাতত শ্রীঘরে এহেন ওয়াসিম। লালবাজার সূত্রের খবর, গার্ডেনরিচের যে বহুতলটি ভেঙে পড়েছে, সেটির নির্মাণ শুরু হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে। শেরু নামে স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে ওই বিল্ডিং তৈরির কাজে হাত দিয়েছিলেন ওয়াসিম। ঘটনার পর থেকে খোঁজ নেই শেরুর। ওয়াসিমের দাবি, শেরু ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন।

    কেন ভেঙে পড়ল বহুতলটি? জানা গিয়েছে, জমির মালিক নাসিরের তাগাদায় তাড়াহুড়ো করতে গিয়েই বিপত্তি। তদন্তে নেমে এবং বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পুলিশের অনুমান, তাড়াহুড়োর কারণেই ভার বহনের ক্ষমতা গড়ে ওঠেনি বহুতলটির। একটু একটু করে বিম বাঁকতে শুরু করে। যার ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিল্ডিংটি। ওই আবাসনে ৫০০ বর্গফুটের ১৬টি ফ্ল্যাটই বুক করা হয়ে গিয়েছিল। প্রতি বর্গফুটের দাম ১৫০০-১৬০০ টাকা। অর্থাৎ, এক-একটি ফ্ল্যাটের দাম প্রায় ৮ লক্ষ টাকা। ওয়াসিমের বিরুদ্ধে খুন, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
  • Link to this news (এই সময়)