• BJP Candidate List : বাকি বাংলার ২২, উত্তর প্রদেশের ২৫, শীঘ্রই BJP-র নয়া প্রার্থীতালিকা
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই দু'টি প্রার্থীতালিকা প্রকাশ করে ফেলেছে BJP। তৃতীয় তালিকা মঙ্গলবার প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল। জানা গিয়েছে, ইতিমধ্যেই একাধিক রাজ্যের আসনগুলিতে প্রার্থীদের নামে সিলমোহর পড়ে গিয়েছে। এখন কেবলমাত্র ঘোষণার পালা। এই দফায় কি বাংলার বাকি ২২টি আসনের নাম প্রকাশ্যে আনবে গেরুয়া শিবির? জল্পনা এখন তুঙ্গে।জানা গিয়েছে, সোমবার কোর কমিটির বৈঠক বসেছিল BJP-র। সেখানে উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গের মতো রাজ্যেগুলির একাধিক আসন নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। মঙ্গলবার নরেন্দ্র মোদীর উপস্থিতিতে BJP-র নির্বাচনী কমিটির আরও একটি বৈঠক বসার কথা। তারপরই তৃতীয় তালিকা প্রকাশের সম্ভাবনা।

    শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার BJP-র দিল্লির বৈঠকে যোগ দিয়েছিলেন। ফলে অনুমান করা হচ্ছে, তৃতীয় দফার প্রার্থীতালিকায় বাংলার বাকি আসনগুলি থাকতে পারে।

    লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হলেও এখনও পর্যন্ত সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করে উঠতে পারেনি কোনও দলই। কংগ্রেসও প্রথম দফায় ৩৯ এবং দ্বিতীয় দফায় ৪৩ জনের নামের তালিকা প্রকাশ করেছে। পদ্ম শিবিরের ১৯৫ জন প্রার্থীর নাম ছিল তাদের প্রথম প্রার্থীতালিকায়। দ্বিতীয় লিস্টে ছিল ৭৩ জনের নাম।

    এদিকে, সোমবার উত্তর প্রদেশেরও কোর কমিটির বৈঠক হয় BJP-র। সেখানে বাকি ২৫ আসনে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে। কোর কমিটির নিজেদের প্রস্তাব কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সেই প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে খবর। একাধিক আসনের প্রার্থীদের নামে সিলমোহর পড়তে পারে এদিনের বৈঠকে। তালিকায় রয়েছে, মেরঠ, পিলভিট, সুলতানপুর, বরেলি, কানপুর, গাজিয়াবাদ, রায়বরেলি, কেসরগঞ্জ। আলিগড়, প্রয়াগরাজ, দেবরিয়া।

    মেরঠ আসনের বর্তমান সাংসদ BJP-র রাজেন্দ্র আগরওয়াল। এই আসন থেকে রামায়নে রামের চরিত্র অভিনয় করা অরুণ গোয়েলকে টিকিট দেওয়া হবে কি না, সেটাই এখন দেখার। পিলভিট আসনের বর্তমান সাংসদ বরুণ গান্ধী। তিনি কি ফের টিকিট পাবেন? সুলতানপুর আসনের বর্তমান সাংসদ BJP নেত্রী মানেকা গান্ধী। সুলতানপুরের বর্তমান সাংসদ সন্তোষ গাঙ্গওয়ার। কানপুরের বর্তমান সাংসদ সত্যদেব পাচাউরি। আলিগড়ের বর্তমান সাংসদ সতীশ কুমার গৌতম। অন্যদিকে, রায়বরেলি লোকসভা আসনটি বর্তমানে ফাঁকা। এই কেন্দ্রের সাংসদ সোনিয়া গান্ধী লোকসভার পাট চুকিয়ে রাজ্যসভায় পাড়ি দিয়েছেন। এই কেন্দ্রের কন্যা প্রিয়াঙ্কা গান্ধীকে দলের তরফে দাঁড় করানো হয় কি না, তা নিয়ে চলছে নানা জল্পনা। BJP এই কেন্দ্রে কাকে টিকিট দেয় তা নিয়ে আগ্রহের শেষ নেই।
  • Link to this news (এই সময়)