• দক্ষিণে পদ্ম ফোটাতে মরিয়া মোদী, ৫ রাজ্যে ১২০ ঘণ্টার মেগা প্ল্যানিং নমোর
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল থেকে ভোট শুরু। ফলপ্রকাশ ৪ জুন। তবে নির্ঘণ্ট প্রকাশের অনেক আগে থেকে 'বিজয় সংকল্প' অভিযান শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রথমেই দুর্বল বা কম ব্যবধানে হারা আসনগুলির দিকে নজর দিয়েছে বিজেপি নেতৃত্ব। এবার বিজেপির নজরে একেবারে জিততে না পারা রাজ্যগুলির দিকে। এবার বিজেপির বাড়তি নজর দক্ষিণের রাজ্যগুলিতে। তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে সেভাবে দাগ কাটতে পারেনি বিজেপি। কেরল ও তামিলনাড়ুতে বিশেষ মনযোগ দিয়েছেন স্বয়ং মোদী। সভা করার পাশাপাশি অযোধ্য়ায়র রাম মন্দিরের সঙ্গে তামিলদের যোগসূত্র রচনার চেষ্টা করেছেন। চেন্নাইয়ে বিরোধী পরিসর দখল করার আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। কেরলে আরএসএস-এর হাত ধরে মরিয়া চেষ্টার বিজেপির এখনকার স্ট্র্যাটেজি। তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্নাটক ও কেরল মিলিয়ে মোট ১২৯টি আসন রয়েছে। যার মধ্যে গতবার লোকসভা নির্বাচনে মাত্র ২৯টি আসন নিজেদের পকেটে পুরেছিল বিজেপি। বিরোধীরা পেয়েছিল ১০০টি আসন। সুতরাং ৩৭০ ছুঁতে গেলে দাক্ষিণাত্য অভিযান করতেই হবে মোদীকে।পরিসংখ্য়ান কী বলছে?

    ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির পারফরম্যান্স বেশ ভালো ছিল শুধুমাত্র কর্নাটকে। সেখানে ২৮টি আসনের মধ্য়ে ২৫টি আসন জেতে বিজেপি। তেলঙ্গানায় ১৭টি আসনের মধ্য়ে বিজেপির দখলে যায় ৪টি আসন। তবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালায় খাতা খুলতে পারেনি গেরুয়া শিবির। আর তাই এবার মোদীর ফোকাসে দক্ষিণ ভারত।

    দক্ষিণের দুর্গে প্রবেশে মোদীর মেগা প্ল্য়ানিং

    দক্ষিণের তিনটি রাজ্যের জয়ের ব্যবধান কমিয়ে আনতে চেষ্টার কোনও কসুর করছে গেরুয়া শিবির। মাঠে নেমেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণের তিন রাজ্য রয়েছে ১২০ ঘণ্টার মিশন কাঁধে রয়েছে নমো। শুক্রবার সেই মিশনের ডঙ্কা বেজেছে। ম্যারাথন কর্মসূচি রয়েছে তাঁর। রবিবার অন্ধ্রপ্রদেশে পালনাড়ুতে প্রথম জনসভা করেন তিনি। তেলঙ্গনায় তাঁর দ্বিতীয় জনসভা। এছাড়াও কর্নাটকের শিবমোগায় সমাবেশ করেছিলেন তিনি। এছাড়াও কোয়েম্বাটুরে রোড শো। মঙ্গলবার কেরালার পালক্করে রোড শো করার কথা। এরপর তামিলনাড়ুর সালেমে ষষ্ঠ সমাবেশ অনুষ্ঠিত হবে। হাই-প্রোফালই সভাগুলি থেকেই স্পষ্ট বিজেপির পাখির চোখ এবার দক্ষিণ।

    ১৫ মার্চ থেকে শুরু হওয়া ১২০ ঘণ্টায় দক্ষিণ বিজয় অভিযানে পরপর কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। দক্ষিণের পাঁচ রাজ্যে ১২৯ আসনই জয়ের লক্ষ্য়মাত্রা নিয়েছেন তিনি। আর তার জন্য প্রচারও চলছে জোরকদমে। দক্ষিণের সভা-সমাবেশ থেকে বিরোধীদের উদ্দেশ্য়ে লাগাতার আক্রমণের শুরু চড়াচ্ছেন। এবার বিজেপিকে ৩৭০ আসন জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন মোদী। এনডিএ-কে বেঁধে দিয়েছে ৪০০ আসন জয়ের টার্গেট। টার্গেট অ্যাচিভে দক্ষিণের ১২৯ আসন যে অতি গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

    ২০১৯-এ যে ক'টি রাজ্যে সব ক'টি লোকসভা আসনেই জয় পেয়েছিল বিজেপি

    রাজ্য মোট লোকসভা আসন
    গুজরাট ২৬ ( প্রতিটিতে বিজেপির জয়)
    হরিয়ানা১০ ( প্রতিটিতে বিজেপির জয়)
    হিমাচল প্রদেশ ৪ ( প্রতিটিতে বিজেপির জয়)
    ত্রিপুরা ২ ( প্রতিটিতে বিজেপির জয়)
    চণ্ডীগড় ১ ( প্রতিটিতে বিজেপির জয়)
    দমন ও দিউ ১ ( প্রতিটিতে বিজেপির জয়)
    দিল্লী ৭ ( প্রতিটিতে বিজেপির জয়)
    উত্তরাখণ্ড ৫ (প্রতিটিতে বিজেপির জয়)



    ২০১৯-এর ফল

    দক্ষিণের পাঁচ রাজ্য়ে মোট ১২৯ লোকসভা আসন রয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির ঘরে যায় মাত্র ২৯টি আসন। কর্নাটকের ২৮ আসনের মধ্যে ২৫টি, তেলঙ্গনারা ১৭টি আসনের মধ্যে ৪টি আসনে জয় পায় বিজেপি। কিন্তু তামিলনাড়ুর ৩৯টি, অন্ধ্রপ্রদেশের ২৫টি ও কেরালা ২০টি আসনে বিজেপি খাতা খুলতে পারেনি সেবার। এবার যদি ৪০০ পেরনোর লক্ষ্যমাত্রা অর্জন করতেই হয় তবে বিজেপির জন্য দক্ষিমের তিন রাজ্য়ে অ্যাকাউন্ট খুলতেই বিজেপি। তেলঙ্গনাতে বাড়াতে হবে আসন। তবে দক্ষিণের রাজ্য়ে বিজেপির পথ যে মসৃণ নয় তা জানেন স্বয়ং প্রধানমন্ত্রীও। আর তাই আবার বাড়তি নজর। দক্ষিণের সভা-সমাবেশ থেকে তাঁর গলায় 'এক্সট্রা' ঝাঁঝ। গত ৭৭ দিনে দক্ষিণের রাজ্যগুলিতে ২৩ দিন কাটিয়েছেন নমো। এর থেকেই স্পষ্ট দক্ষিণের বিরোধীদের দুর্ভেদ্য দুর্গ ভেঙে সেখানে পদ্ম ফোটাতে কতটা বাড়তি নজর দিচ্ছেন তিনি।
  • Link to this news (এই সময়)