স্থানীয় ও অন্যান্য সূত্রে দাবি, অভিযুক্ত প্রোমোটার মহম্মদ ওয়াসিম ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের সেই ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ। যদিও এনিয়ে শামস ইকবালের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এর আগে বিলাসবহুল গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছেন শামস ইকবাল। পুরসভায় একবার কোটি টাকা মূল্যের অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে এসেছিলেন ইকবাল। সম্প্রতি আরও একটি গাড়ি কিনেছেন তিনি। যার বাজারমূল্য ৫ কোটি টাকা। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলরের কীভাবে রোজগার হতে পারে?
গোটা ঘটনার দায় বাম আমলের উপর চাপিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বিরোধীদের দাবি, কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র। যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, “যদি আপনারা তদন্ত করে দেখবেন, ১৪ বছর ধরে টানা ওখানে কাউন্সিলর বা বিধায়ক ওই বাড়ির মালিকের থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।”