• Kolkata Building Collapsed: গার্ডেনরিচে মৃতের সংখ্যা বেড়ে ৯, প্রোমোটারের বিরুদ্ধে খুনের মামলা পুলিশের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • Kolkata Building Collapsed:

    গোটা ঘটনার দায় বাম আমলের উপর চাপিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বিরোধীদের দাবি, কাউন্সিলর শামস ইকবালকে আড়াল করার চেষ্টা করছেন মেয়র। যা নিয়ে পাল্টা তোপ দেগেছেন প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেছেন, “যদি আপনারা তদন্ত করে দেখবেন, ১৪ বছর ধরে টানা ওখানে কাউন্সিলর বা বিধায়ক ওই বাড়ির মালিকের থেকে কাটমানি নিয়েছেন। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তদন্ত হলেই সত্য প্রকাশিত হবে।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)