MI IPL Playing 11 Prediction: বুমরা-ঈশান-সূর্যকুমার! ডামাডোলের মুম্বই এবারও IPL-এর সেরা টিম, কেমন হচ্ছে হার্দিকদের প্ৰথম ১১, জানুন লাইনআপ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
Mumbai Indians Playing 11 Predictions {মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য প্ৰথম একাদশ} :
আর, হার্দিক পান্ডিয়াও অধিনায়ক হিসেবে রীতিমতো পরীক্ষিত। মুম্বইয়ের ঘরের ছেলে হার্দিক রোহিত শর্মার অধিনায়কত্বে চারবার আইপিএল জয়ের সাক্ষী। দুই বছরের জন্য গুজরাটে গিয়ে অধিনায়ক হয়ে বসেন। ২০২২-এ গুজরাটকে চ্যাম্পিয়ন করেছেন। ২০২৩-এ ফাইনালে তুলেছেন। তাই মুম্বইয়ের কাছে এবার সমর্থকদের একাংশের আশাও অনেকখানি।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)