এবারের মরশুমে, পঞ্জাব তাদের অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে শনিবার, ২৩ মার্চ। চণ্ডীগড়ের মুল্লানপুর মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ম্যাচ হবে। টুর্নামেন্টের প্রথম পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানসের সঙ্গে পঞ্জাব খেলবে। বিসিসিআই এখনও পর্যন্ত আইপিএলের প্রথম ২১টি ম্যাচের সময়সূচি ঘোষণা করেছে। লোকসভা ভোটের সময়সূচি দেখে বাকি ম্যাচের দিনক্ষণ ঘোষণা করবে বিসিসিআই। সেটা ঘোষণার পরই জানা যাবে পঞ্জাবের পরবর্তী ম্যাচগুলো কবে হবে।