• ‌বিহারে এনডিএ আসন রফা চূড়ান্ত
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • বীরেন ভট্টাচার্য,‌ দিল্লি:‌ বিহারে এনডিএ দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করল বিজেপি। রফা অনুযায়ী, বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে বিজেপি লড়াই করবে ১৭টি আসনে এবং নীতীশ কুমারের দল জেডিইউ ১৬টি আসনে লড়াই করবে। তবে রাষ্ট্রীয় লোকজনশক্তি পার্টি পশুপতি কুমার পারস নিয়ে কোনও মন্তব্য শোনা যায়নি। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে বিহার বিজেপির সভাপতি সম্রাট চৌধুরী জানান, তাঁর সঙ্গে আলোচনা অব্যাহত। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আসন রফা চূড়ান্ত করা হয়। সন্ধেয় সাংবাদিক সম্মেলন করে আসন রফা ঘোষণা করেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে। তিনি জানান, পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, ঔরঙ্গাবাদ, মধুবনি, দ্বারভাঙ্গা, মুজফ্ফরপুর, মহারাজগঞ্জ, সরণ, বেগুসরাই, নওয়াদা, পাটনা সাহিব, পাটলিপুত্র, আরা, বক্সার, এবং সাসারামে লড়াই করবেন বিজেপি প্রার্থীরা। অন্যদিকে, জেডিইউ লড়বে বাল্মিকিনগর, সীতামারি, ঝঞ্ঝারপুর, সুপৌল, কিষানগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, মাধেপুরা, গোপালগঞ্জ, সিওয়ান, ভাগলপুর, বাঁকা, মুঙ্গের, নালন্দা, জেহানাবাদ এবং শেওহার আসনে। চিরাগ পাসোয়ানের লোকশক্তি পার্টি লড়বে ৫টি আসনে, বৈশালি, হাজিপুর, সমস্তিপুর, খাগারিয়া এবং জামুই আসনে। জিতন রাম মাঁঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টি একটি করে আসনে লড়াই করবে।
  • Link to this news (আজকাল)