• ‌আজ কালবৈশাখীর সম্ভাবনা'‌ বৃষ্টি চলবে শুক্রবার অবধি
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ দক্ষিণবঙ্গে মঙ্গলবার ভারী দুর্যোগের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে শুক্রবারও। জারি করা হয়েছে কমলা সতর্কতা। মঙ্গলবার সন্ধের দিকে কলকাতায় ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। উত্তরবঙ্গের জেলার মধ্যে দুই দিনাজপুর এবং মালদায় বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
  • Link to this news (আজকাল)