• DGP West Bengal : ২৪ ঘণ্টার মধ্যে ফের DGP বদল, বিবেক সহায়ের জায়গায় এলেন সঞ্জয় মুখোপাধ্যায়
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • রাজ্যের DGP হচ্ছে ন সঞ্জয় মুখোপাধ্যায়। এদিন বিকেল ৩টের মধ্যে তাঁকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর নামেই শিলমোহর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ মোতাবেক DGP পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করেছিল রাজ্য। অবশেষে ডিজিপি পদের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয় মুখোপাধ্যায়কে।

    উল্লেখ্য, রাজ্যে নির্বাচনী বিধি কার্যকর হওয়ার দুই দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয় রাজীব কুমারকে। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে একটি নির্দেশ দিয়ে এই কথা জানিয়েছিল কমিশন।

    সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমারকে এই দিনই রাজ্য সরকারের তরফে তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স বিভাগের অফিসার অন স্পেশাল ডিউটি পদের দায়িত্ব দেওয়া হয়। এরপরেই রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) পদের দায়িত্বে থাকা বিবেক সহায়কে ডিজিপি পদের দায়িত্ব দেওয়া হয়।

    শুধু তাই নয়, রাজ্য পুলিশের পরবর্তী ডিজি কে হবেন সেই জন্য এই দিনই কমিশন তিন জন পুলিশ কর্তার নাম নবান্নে পাঠাতে বলে। এই তালিকায় নাম ছিল ১৯৮৮ ব্যাচের IPS বিবেক সহায়, ১৯৯০ ব্যাচের IPS রাজেশ কুমার এবং ১৯৮৯ ব্যাচের IPS সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম। ৩১ মে বিবেক সহায়ের অবসর গ্রহণের কথা। ফলে কাকে দায়িত্ব দেবে নির্বাচন কমিশন তা নিয়ে চর্চা চলছিলই। এরই মধ্যে এই ঘোষণা। উল্লেখ্য, সম্ভবত, বিবেক সহায় সবথেকে কম সময়ের জন্য ডিজি পদের দায়িত্ব সামলালেন।
  • Link to this news (এই সময়)