• নজরে পানশালা, মদের দোকান! ভোটের সময় সুরাপ্রেমীদের কোন কোন বিশেষ নিয়ম মানতে হয় জানেন?
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • মদ খাইয়ে ভোট আদায় করার মতো বড় অভিযোগ বার বার সামনে আসে। এ রাজ্যেও শাসক বিরোধী সব পক্ষের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠেছে বহুবার। ভোটারদের প্রভাবিত করার জন্য দেদার মদ বিলি করা নিয়ে ইতিমধ্যেই রাজ্যগুলিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আর তারপরেই তৎপর রাজ্যের আবগারি দফতরও। কলকাতা থেকে জেলায় জেলায় ভোটের দিন ঘোষণার পর থেকেই বেশ কিছু পদক্ষেপ নেয় দফতর। কিছু ক্ষেত্রে এই নিয়ে সুরাপ্রেমীদের মধ্যে বিভ্রান্তিও ছড়ায়। সেই ধন্দই কাটাল এই সময় ডিজিটালকী কী ব্যবস্থা নেওয়া হয় রাজ্যের আবগারি দফতরের তরফে?

    মদের দোকান, পানশালাগুলিতে বিশেষ নজর রাখা হয় এই সময়।কোনও দোকানে মদের বিক্রি স্বাভাবিক সময়ের থেকে ৩০ শতাংশ বেড়ে গেলেই তার কারণ খতিয়ে দেখে আবগারি দফতর।মোদ্দা কথা, কেন বেশি মদ বিক্রি হল তা খতিয়ে দেখা হয়।আন্তঃরাজ্য সীমানা সিল করা হয় এই সময়।ওডিশা, ঝাড়খন্ডের মতো পাশের রাজ্য় আবার উত্তরবঙ্গে সিকিম, ভুটানের মতো দেশগুলি থেকে কম পয়সায় মদ যাতে না ঢোকে সেই ব্যবস্থা করা হয়।নাকা চেকিং শুরু করে দফতর।মূলত, কোনওভাবে মদ যাতে ভোটারদের প্রভাবিত না করতে পারে তা সুনিশ্চিত করতে কড়া নজর রাখে আবগারি দফতর।

    এই সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হল নীচে

    ১. ভোট ঘোষণার পর মদ নিয়ে গাড়িতে যাতায়াতে কোনও আইনি বাধা রয়েছে?

    না। আবগারি দফতরের কর্তারা বলছেন, আলাদা কোনও নিয়ম এক্ষেত্রে নেই। সারা বছর ধরে যে পরিমাণ মদ ঘরে খাওয়ার জন্য কেনা যায় বা ক্যারি করা যায় এখনও তাই থাকে।

    ২. কতটা মদ বাড়িতে রাখা যায়?

    ১২ লিটার IML বা দেশি মদ বাড়িতে মজুত রাখতে কোনও সমস্যা নেই। অন্যদিকে, বিদেশি মদের ক্ষেত্রে এরাজ্যে কোনও ব্যক্তি যত খুশি বোতল বাড়িতে রাখতে পারেন। কিন্তু সেই বোতল রাখতে হবে শুধুমাত্র নিজের পানীয় হিসেবে। বোতল বিক্রি করা চলবে না।

    ৩. মদ কিনলেই বিল থাকা কি বাধ্যতামূলক?

    দফতরের কর্তারা বলছেন, এরকম কোনও নিয়ম নেই। বিল থাকলে ভালো। তবে বিল রাখতেই হবে এ কথা আইনে কোথাও বলা নেই।

    Lok Sabha Election 2024 : পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন ২০২৪ নির্ঘণ্ট প্রকাশ! জানুন এক নজরে

    মদ এবং রাজ্যের পরিস্থিতি

    বিভিন্ন সময়ই অভিযোগ ওঠে, ভোটের আগের দিন মানুষকে ভালমন্দ খাওয়ানো হয়। অনেক জায়গায় মদ বিলি করা হয়। একটা সময় পর্যন্ত রাজ্যের হাতেগোনা কয়েকটি অঞ্চলে এই চল ছিল। যেমন, উত্তরবঙ্গের চা বাগান এলাকা কিংবা জঙ্গলমহলে কিছু অঞ্চলে ভোটের সময় মদ খাওয়ার রীতি ছিল। কিন্তু গত কয়েক বছরে এই প্রবণতা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। সেই জন্যই কমিশনের কাছে বিষয়টি মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বাংলায় ভোট হিংসার পিছনে এটা অনুঘটকের কাজ করে বলে মনে করছে কমিশন। সেজন্য মদ বিলি রুখতে এতটা কড়া অবস্থান নিতে হচ্ছে কমিশনকে। রাজ্যের আবগারি দফতরও কড়াভাবে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
  • Link to this news (এই সময়)