• Most Polluted City: কলিজা পুড়ছে বিষ বাতাসে! বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীর তকমা দিল্লির গায়ে
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • দেশজুড়ে দূষণের পাল্লা ক্রমেই ভারী হচ্ছে। মেট্রো শহরগুলিতে তো কথাই নেই। দূষণের তালিকায় এগিয়ে আছে রাজধানী। নয়া রিপোর্ট অনুযায়ী, বিহারের বেগুসরাই বিশ্বের সবচেয়ে দূষিত এলাকা। অন্যদিকে বাতাসের গুণগত মানের দিক দিল্লির অবস্থান একেবারে তলায়। বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানীতে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি।দূষণের নিরিখে কোন দেশ কত নম্বর স্থানে?

    সুইস গ্রুপ আইকিউ এয়ারের (Swiss group IQ Air) মতে, রিপোর্ট অনুযায়ী, ২০২৩ থেকে পর্যবেক্ষণ অনুযায়ী, ১৩৪টি দেশের মধ্যে তৃতীয় স্থান দখলকারী ভারতে ৫৪.৪ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে। দূষণের নিরিখে প্রথম স্থান দখলকারী বাংলাদেশে ৭৯.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে। দ্বিতীয়তে রয়েছে পাকিস্তান, সেখানে ৭৩.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে।

    শহরের নিরিখে বিচার

    শহরের মধ্যে দিল্লিতে প্রতি ঘনমিটারে ৯২.৭ মাইক্রোগ্রাম দূষণকারী কণা। ২০২২ সালে এই পরিসংখ্যান ছিল ৮৯.১। অন্যদিকে তাৎপর্যপূর্ণ ভাবে বিহারের বেগুসরাইয়ের নাম উঠে এসেছে। ২০২২ সালে এই শহরের নাম ছিল না দূষণের তালিকায়। কিন্তু ২০২৩ সালে এই শহরে পিএম ২.৫ ঘনত্ব প্রতি ঘনমিটারে ১১৮.৯ মাইক্রোগ্রাম দূষণকারী কণা রয়েছে।

    অন্যদিকে, শহরভিত্তিক দূষণের নিরিখে পাকিস্তানের লাহোর রয়েছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের ঢাকা শহরের নাম রয়েছে তৃতীয় স্থানে। পাশাপাশি নেপালের কাঠমান্ডু চতুর্থ, থাইল্যান্ডের চিয়াংমাই শহর পঞ্চম স্থান দখল করেছে। ২০১৮ সাল থেকে টানা বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী দিল্লি।

    রিপোর্টে উল্লেখ, ভারতে ১.৩৬ বিলিয়ন মানুষ পিএম ২.৫-এর সংস্পর্শে এসেছেন। ২০২২ সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্টে ১৩১টি দেশ ও অঞ্চলের ৭ হাজার ৩২৩টি অবস্থান থেকে তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে ১৩৪টি দেশ ও অঞ্চলের ৭ হাজার ৮১২টি অবস্থান থেকে তথ্য অন্তর্ভুক্ত করায় তথ্যের বদল স্পষ্ট।

    বায়ু দূষণের ফলে কী হয়?

    প্রসঙ্গত, বিশ্বের প্রতি নয়জনের মধ্য়ে একজনের মৃত্য়ু ঘটেছে দূষণের কারণে। যা বর্তমান সময়ে মানুষের স্বাস্থ্যের জন্য সবেচেয় বড় পরিবেশগত হুমকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-এর রিপোর্ট অনুযায়ী, প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক সাত মিলিয়ন মানুষের অকা মৃত্যু হচ্ছে বায়ু দূষণের কারণে। বায়ু দূষণের কারণে একাধিক রোগের মধ্যে রয়েছে অ্যাজমা, ক্যান্সার, স্ট্রোক এবং ফুসফুসের রোগ। বিজ্ঞানীদের মতে, বায়ুদূষণ যত বাড়বে, ততই কমবে মস্তিষ্কের বৃদ্ধি। তাই দূষণের মাত্রা কমাতে না পারলে আগামী দিনে আরও ভয়ঙ্কর জটিল মানসিক ও শারীরিক ব্যধির মুখোমুখি হতে হবে মানবসভ্যতাকে।
  • Link to this news (এই সময়)