• Lok Sabha Election 2024: উর্দি ছেড়ে জোড়া-ফুল প্রার্থী হয়েও মেজাজ একই, এবার সরাসরি হুঁশিয়ারি CRPF-কে! তুমুল হইচই
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • Malda North Lok-Sabha TMC Candidate Prasun Banerjee:

    উত্তর মালদার লোকসভা কেন্দ্রের প্রার্থীর এমন হুমকিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের সঙ্গে শাসকদলের যোগসূত্র রয়েছে। পুলিশ কর্তারা তৃণমূল কংগ্রেসের দলদাসের পরিনত হয়েছে। পুলিশ সুপার হিসাবে কর্মজীবনে শাসকদলের নির্দেশে কাজ করতেন। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সুস্থ ও শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না। বিজেপিও দিচ্ছে না।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)