• Self-Help Group: সন্দেশখালির পথেই বাংলার এ তল্লাটের মহিলারাও গর্জাচ্ছেন! ভয়ঙ্কর সব অভিযোগ
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • Allegations Of Corruption In Self-Help Groups:

    তৃণমূল নেতার এহেন বক্তব্যের পাল্টা জামালপুর নিবাসী জেলা বিজেপি নেতা জীতেন্দ্রনাথ ডকাল বলেন, ‘বহুদিন ধরেই তৃণমূলের নেতারা স্বনির্ভর গোষ্ঠীকে সামনে রেখে লুটেপুটে খাচ্ছে। তা নিয়ে প্রায় দু’বছর ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রতিবাদ জানিয়ে আসছে। তার পরেও ন্যায় বিচার না পেয়ে গোষ্ঠীর মহিলারা যেই সন্দেশখালির মহিলাদের কায়দায় আন্দেলনে নেমেছে ওমনি তাদের বিজেপির লোক বানিয়ে দেওয়া হচ্ছে। তবে এসব করে কিছু লাভ হবে না। দিন যত এগুবে শাসক দলের নেতাদের চুরি ও দুর্নীতির বিরুদ্ধে জামালপুরের মানুষ আরও গর্জে উঠবে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)