Same-Sex Marriage: সমকামী বিয়ে বৈধ হওয়ার পথে! তালিকায় আরও এক দেশ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
Another country in support of same-sex marriage:
থাইল্যান্ড অনেক আগে থেকেই LGBTQ লোকেদের আশ্রয়স্থল বলে পরিচিত। এই দেশের রাজধানী ব্যাংকক এবং বড় শহরগুলোয় খোলাখুলি সমকামী, উভকামী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায় তাঁদের যৌন আচরণ পালন করে থাকেন। ২০১১ সালে রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে এলজিবিটিকিউ অধিকারের ঘোষণাপত্রে নয়টি দেশ স্বাক্ষর করেছিল। তার মধ্যে অন্যতম ছিল থাইল্যান্ড। যদিও মানবাধিকার কর্মীদের অভিযোগ, থাই আইন সমকামী দম্পতি এবং এলজিবিটিকিউ ব্যক্তিদের প্রতি বৈষম্য অব্যাহত রেখেছে। যার উদাহরণ হিসেবে থাইল্যান্ড অতীতে বিবাহ সমতা বিল স্থগিত করেছে। তবে, বর্তমানে থাইল্যান্ডে সমকামের প্রতি জনসমর্থন অপ্রতিরোধ্য।