• POCSO-Yediyurappa: বিরাট ফ্যাসাদে বিজেপির অন্যতম শীর্ষ নেতা! পকসো আইনে শ্লীলতাহানির অভিযোগ নাবালিকার মায়ের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
  • Yediyurappa faces setback as POCSO probe:

    ইয়েদুরাপ্পা অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দায়ের হয়েছে। এই ব্যাপারে গত অভিযোগ দায়েরের পরদিন, ১৫ মার্চ তিনি বলেছিলেন, ‘প্রায় এক বা দেড় মাস আগে, অভিযোগকারিণী মহিলা ও তাঁর মেয়ে সাহায্য চাইতে আমার বাড়িতে এসেছিলেন। তাঁদের কথা শোনার পর আমি শহরের পুলিশ কমিশনার বি দয়ানন্দকে ফোন করে সমস্যা সমাধান করতে বলি। পরে, ওরা আমার বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে। আমার তখনই মনে হয়েছিল যে, ওঁদের কোনও মানসিক স্বাস্থ্যের সমস্যা আছে। আমি তাঁদেরকে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে পাঠাই। এমনকী, তাঁরা সমস্যায় পড়েছিল বলে আমি তাঁদের কিছু টাকাও দিয়েছিলাম। আমি জানতে পেরেছি যে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আমি অবশ্যই আইনি মোকাবিলা করব। কিন্তু, বাস্তবটা হল, কাউকে সাহায্য করতে গিয়ে আমি এই সমস্যার মুখোমুখি হয়েছি।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)