WPL final 2024: চ্যাম্পিয়ন হল RCB, আনন্দে এই ট্যাক্সি চালক যা করলেন… হৃদয় গলে জল ক্রিকেট দুনিয়ার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
WPL final RCB wins title: কোহলিরা বছরের পর বছর যা পারেননি। সেই কাণ্ডই করে দেখিয়েছেন স্মৃতি মান্ধানা, এলসে পেরিরা। আরসিবি ক্যাম্পে ১৬ বছরের ট্রফি খরা কাটিয়ে দিয়েছেন মহিলা দল। ওমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণেই চ্যাম্পিয়ন আরসিবি। কোহলি থেকে বিজয় মালিয়া- ফ্র্যাঞ্চাইজির সাফল্যে উচ্ছ্বসিত হয়েছেন সকলেই।
জবাবে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা এবং এলসে পেরির ব্যাটে ভর করে সহজ জয় ছিনিয়ে নিতে সমস্যা হয়নি। এলসে পেরি ৩৫ বলে ৩৭ রান করে অপরাজিত থেকে যান। সবমিলিয়ে গোটা টুর্নামেন্ট জুড়ে ৬৯.৪০ গড়ে দুটো হাফসেঞ্চুরি সমেত ৩৪৭ রান করেছেন।