KMC: শহরজুড়ে বেআইনি বহুতল, বার বার দায় এড়াচ্ছেন মেয়র ফিরহাদ! ফের কী যুক্তি?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৯ মার্চ ২০২৪
FirHad Hakim:
কলকাতার মেয়র যখন দায় ঝাড়তে ব্যস্ত তখন উল্টো সুর তাঁরই ডেপুটি অতীন ঘোষের। কলকাতার ডেপুটি মেয়র বলেন, ‘গার্ডেনরিচে বিপর্যয়ের নৈতিক দায় কলকাতা পুরসভার সকলের। কাউন্সিলর বলছেন দায় ওনার নয়, কিন্তু আমার ওয়ার্ডে এমন ঘটনা ঘটলে তো আমাকে জবাবদিহি করতেই হবে। প্রোমোটারের সঙ্গে কাউন্সিলর সব সময় সঙ্গে থাকলে দায় এড়াতে পারি না।’ অতীনবাবুর দাবি, ‘ভোটকেন্দ্রীর রাজনীতির ফলে প্রশাসনির পদক্ষেপ শ্লথ হয়ে যায়।’ অর্থাৎ, পুরসভার দায় নিয়ে ভিন্নমত কলকাতার মেয়র ও ডেপুটি মেয়রের।