• গুজরাট বিধানসভা থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : গুজরাট বিধানসভা থেকে পদত্যাগ করলেন বিজেপি বিধায়ক কেতন ইনামদার। তিনি বলেন, আত্মসম্মান নিয়ে তিনি কাজ করতে পারছেন না। তাই তিনি নিজের দায়িত্ব থেকে সরে গেলেন। তবে বিধায়ক পদ থেকে সরে গেলেও তিনি দল ছাড়ছেন না। আসন্ন লোকসান নির্বাচনে তিনি বিজেপি প্রাথী রঞ্জন ভাট যিনি ভাদোদারা থেকে লড়ছেন তাঁর হয়ে জোরকদমে প্রচার করবেন। তবে গুজরাটের তিনবারের এই বিধায়ক নিজের পদ থেকে সরে যাওয়ার ফলে গুজরাটে কিছুটা হলেও চাপে রয়েছে বিজেপি শিবির। প্রসঙ্গত ২০২০ সালে এই বিজেপি বিধায়ক আরও একবার পদত্যাগ করেছিলেন। তবে সেবারে তাঁর পদত্যাগ গ্রহণ করা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেতন বলেন, দলে পুরোনো কর্মীদের অবহেলা করা হচ্ছে। বিগত ১১ বছর ধরে তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী হিসাবে কাজ করছেন। তবে আর তিনি এখানে কাজ করতে পারছেন না। গুজরাট বিধানসভায় বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা ১৫৬। আগামী ৭ মে একদফাতে গুজরাটের ২৬ টি আসনে ভোট হবে। ফলঘোষণা হবে ৪ জুন।
  • Link to this news (আজকাল)