• ‌গার্ডেনরিচের ঘটনার পর একাধিক পদক্ষেপ নিল মুর্শিদাবাদের বিভিন্ন পুরসভা ...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় মারা গেছেন নয় জন। মৃতদের মধ্যে মুর্শিদাবাদের এক শ্রমিকও রয়েছেন। এই ঘটনার পর মুর্শিদাবাদ জেলার প্রায় সমস্ত পুরসভা বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার আগে কড়া মনোভাব নিতে চলেছে। পাশাপাশি জলাভূমি বুজিয়ে বা পুরসভার অনুমোদিত নকশার বাইরে কোনও নির্মাণ হলে প্রোমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম বলেন, ‘‌পুরসভার অনুমোদিত নকশা ছাড়া বর্তমানে এই পুর এলাকায় কোনও নতুন বহুতল নির্মাণ করতে দেওয়া হচ্ছে না। গার্ডেনরিচের ঘটনার পর সিদ্ধান্ত নিয়েছি পুর এলাকায় কোনও নতুন নির্মাণ হলেই আধিকারিকরা সেখানে গিয়ে দেখবেন ওই নির্মাণ পুরসভার অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কিনা। জলাভূমি ভরাট করে কোনও নির্মাণের অভিযোগ এলে পুরসভা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’‌ জিয়াগঞ্জ–আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ বলেন, ‘‌গার্ডেনরিচের ঘটনার পর আরও সজাগ হয়েছি। পুরসভা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে ইঞ্জিনিয়ার এবং ‘‌ট্যাক্স কালেক্টর’‌রা প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরে ঘুরে বেআইনি নির্মাণ হচ্ছে কিনা সে বিষয়ে আলাদা নজরদারি চালাবে।’‌ তৃণমূল কংগ্রেস পরিচালিত কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, ‘‌শহরে বেআইনি নির্মাণ রোখার জন্য পুরসভার একটি দল রয়েছে। পুর এলাকার ২,৩ ,১০ এবং ১১ নম্বর ওয়ার্ড থেকে বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল। ইতিমধ্যেই সেগুলো ভেঙে দেওয়া হয়েছে।’‌ ডোমকল পুরসভার প্রশাসক তথা এলাকার বিধায়ক জাফিকুল ইসলাম বলেন, ‘‌এই পুরসভার বেশিরভাগ অংশ এখনও গ্রামীণ এলাকার মধ্যে পড়ে। তাই এখানে বহুতল ভবন নেই বললেই চলে। গার্ডেনরিচের ঘটনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুর এলাকায় যে সমস্ত ভবন এখনও তাদের ‘‌বিল্ডিং প্ল্যান’‌ অনুমোদন করায়নি তাদের আগামী এক মাসের মধ্যে সেই কাজ করতে হবে। না হলে পুরসভা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।’‌ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর শহরে কোনও অবৈধ নির্মাণ নেই বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি। তিনি বলেন, ‘‌শহরে কোনও অবৈধ নির্মাণ নেই। তবে কিছু ব্যবসায়ী সরকারি জায়গা দখল করে তাদের ব্যবসা চালাচ্ছেন।’‌ মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর এবং ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামামুল ইসলাম জানিয়েছেন, তাঁদের পুর এলাকায় কোনও বেআইনি নির্মাণ নেই।
  • Link to this news (আজকাল)