• ‌গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার গার্ডেনরিচ এলাকায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার ছক্কননগর গ্রামের বাসিন্দা নাসিমউদ্দিন শেখ (৩০)। গার্ডেনরিচে যে বহুতল নির্মাণের সঙ্গে নাসিমউদ্দিন যুক্ত ছিলেন, রবিবার মধ্যরাতে সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘুমের মধ্যে চাপা পড়ে যান নাসিমউদ্দিন। এসএসকেএম হাসপাতালে তিনি মারা যান। সোমবার দুপুরে নাসিমউদ্দিনের মৃত্যুর খবর তাঁর গ্রামের বাড়ি ছক্কননগরে এসে পৌঁছতেই কান্নার রোল ওঠে বাড়িতে। শোকস্তব্ধ গোটা গ্রাম। ভগবানগোলা থানার মহিসাস্থালি গ্রাম পঞ্চায়েতের ছক্কননগর গ্রামের বাসিন্দা নাসিমউদ্দিন শেখ গত কয়েক বছর ধরে কলকাতার বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করত। প্রায় ২০ দিন আগে গার্ডেনরিচ এলাকায় ওই বহুতল নির্মাণের কাজ করার জন্য সে কলকাতা যায়। নাসিমউদ্দিনের বাড়িতে তার এক ছোট ভাই ছাড়াও বৃদ্ধ বাবা–মা, স্ত্রী এবং তিন সন্তান রয়েছে। নাসিমউদ্দিনের স্ত্রী জেসমিনা বিবি বর্তমানে গর্ভবতী। নিজের গ্রামে ভাল কাজ না পাওয়ায় এত বড় পরিবারের হাল ধরার জন্যই কলকাতায় রাজমিস্ত্রির কাজ নিয়েছিল নাসিমউদ্দিন। ভগবানগোলা–১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রিয়াত হোসেন সরকার বলেন, ‘‌রাজ্য সরকার মৃতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ওই পরিবারের সদস্যদের পাশ রয়েছি।’‌ 
  • Link to this news (আজকাল)