• দুর্ঘটনা থেকে শিক্ষা, গার্ডেনরিচে দুর্ঘটনাস্থলের একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত পুরসভার ...
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনা থেকে শিক্ষা নিচ্ছে কলকাতা পুরসভা। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা একাধিক বাড়ির স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা কর্তৃপক্ষ। সূত্রের খবর, স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করতে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়েছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা। রবিবার রাতে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর স্থানীয়দের অভিযোগ, একাধিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এই অভিযোগ ওঠার পর আপাতত ঘটনাস্থলের আশপাশে থাকা ছ’টি বাড়ি চিহ্নিত করা হয়েছে। সেই বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা দিয়ে প্রাথমিক ভাবে কাজ শুরু করেছে পুরসভা। সোমবার রাতেই ওই ছ’টি বাড়িকে কলকাতা পুরসভার তরফে নোটিস দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য পরীক্ষার পর শুনানির ব্যবস্থাও করা হবে। আগামী ২১ মার্চ কলকাতা পুরসভায় ওই সব নির্মীয়মাণ বিপজ্জনক বাড়িগুলি নিয়ে শুনানি হবে। তারপর নেওয়া হবে পদক্ষেপ। ‌এদিকে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। সূত্রের খবর, শহরের প্রতিটি নির্মীয়মাণ বাড়ি, বহুতলে গিয়ে পুলিশকে খোঁজ নিতে হবে যে সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না। 
  • Link to this news (আজকাল)