• গার্ডেনরিচে নওশাদ, সুর চড়ালেন একগুচ্ছ দাবি নিয়ে
    আজকাল | ১৯ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রবিবার রাত থেকে নজরে গার্ডেনরিচ। মধ্যরাতে আচমকা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে একাধিক ঝুপড়ির ওপর। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, আহত বহু। গুরুতর জখমদের চিকিৎসা চলছে হাসপাতালে। জারি উদ্ধারকার্য। মঙ্গলবার দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ঘটনাস্থল ঘুরে দেখে, তিনি, কথা বলেন স্থানীয়দের সঙ্গে। একগুচ্ছ বিষয়ে সুর চড়িয়েছেন নওশাদ। নওশাদের অভিযোগ, আরও দ্রুত গতিতে হওয়া উচিত উদ্ধারকার্য। সঙ্গেই বলেন, যেভাবে জলাশয় বুজিয়ে অবৈধ নির্মান চলছে, এর ফলাফলের দায় নিতে হবে পুরসভা এবং প্রশাসনকে। গোটা ঘটনায় কেবল প্রমোটারকে গ্রেপ্তার নয়, এই ঘটনায় যাঁরা যুক্ত, সকলকে গ্রেপ্তার করার দাবি তুলেছেন তিনি। যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা হারিয়েছেন স্বজন, তাদের দায় সরকারকে নিয়ে হবে বলেও এদিন সুর চড়ান নওশাদ।
  • Link to this news (আজকাল)