• দোলে হঠাত্‍ বেনারস-পুরী যাওয়ার প্ল্যান? কোন রুটে কবে স্পেশাল ট্রেন, টাইম টেবিল
    আজ তক | ১৯ মার্চ ২০২৪
  • আর কয়েকদিন পর রঙের উৎসব দোল। বাঙালি হোক বা অবাঙালি সবার কাছেই বিশেষ দিন। এই সময় বাড়ির বাইরে থাকা অনেকেই ছুটি নিয়ে ঘরে ফিরতে চান। আবার অনেকেই ছোট্ট ছুটিতে ঘুরতে যেতে চান। আর এই যাত্রীদের জন্যই দোল উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল।  এবার দোল উৎসব পড়েছে সোমবার। তার আগে শনিবার এবং রবিবার রয়েছে ছুটি। তাই তিনদিন কোথাও থেকে ঘুরে আসার বিষয়ে পরিকল্পনা করেছেন অনেকেই। আর এই ভ্রমণ পিপাসুদের জন্যই  হাওড়া থেকে বেনারস ও রাজস্থানের বারমের পর্যন্ত স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। এছাড়া আসানসোল-নিউ জলপাইগুড়ি, মালদা টাউন-উড়না, হাওড়া-ইন্দোরগামী স্পেশাল ট্রেনও চালাচ্ছে পূর্ব রেল।

    কবে থেকে স্পেশাল ট্রেন?
    দোল বা হোলি উৎসবে একাধিক বিশেষ ট্রেন চালাবে বলে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এর ফলে বাড়তি ১৬ হাজার যাত্রী রেলে সফর করতে পারবেন। ট্রেনগুলি চলবে— শিয়ালদা–গোরক্ষপুর, শিয়ালদা–গয়া, শিয়ালদা–পুরী, কলকাতা–জয়নগর, মালদা–আনন্দবিহার, মালদা–বালসাদের মধ্যে। এছাড়া হাওড়া থেকে রাজস্থানের বারমে যাওয়ার ট্রেন, আসানসোল–নিউ জলপাইগুড়ি, মালদা টাউন–উড়না, হাওড়া–ইন্দোরগামী দোলের স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। সুতরাং বহু পর্যটক চাইলেই ভিন রাজ্যে গিয়েও দোল উৎসবে মেতে উঠতে পারবেন। ২১ মার্চ থেকেই এই স্পেশাল ট্রেনগুলি চলাচল করবে।

    কবে কোন ট্রেন?
    03131 শিয়ালদা- গোরখপুর হোলি স্পেশাল ট্রেন: এই ট্রেনটি ২২  মার্চে শিয়ালদা থেকে ছাড়বে সন্ধে ৬.১৫ মিনিটে। উল্টোদিকে, 03132 গোরখপুর-শিয়ালদা হোলি স্পেশাল ট্রেন ২৩ তারিখ বেলা ১১.৩০ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে। এই যাত্রাপথে ট্রেনটি পূর্ব রেলের আওতাভুক্ত বর্ধমান, খনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জাসিডি স্টেশনে থামবে।
  • Link to this news (আজ তক)