'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না', বেআইনি নির্মাণে কড়া আদালত
২৪ ঘন্টা | ১৯ মার্চ ২০২৪
অর্ণবাংশু নিয়োগী: সোমবার গার্ডেনরিচের ঘটনার পর এবার বেআইনি নির্মাণে কড়া আদালত। বেআইনিভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে বাড়ি ভাঙার নির্দেশের উপর কোন স্থগিতাদেশ নয়। 'বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলাই শুনব না'। যে আদালতই নির্দেশ দিক সেটাই থাকবে', মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। আগে মানুষের জীবন সুরক্ষিত হোক। আদালত এই ধরণের মামলায় কোন হস্তক্ষেপ করবে না। বাড়ি ভাঙার নির্দেশের বিরুদ্ধে কোন মামলার অনুমতি নয়, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
এদিন বিচারপতি সিনহার এজলাসে এই সংক্রান্তু তিনটি মামলার আবেদন করেন আইনজীবীরা তিনিটি মামলাই গ্রহণ করেননি তিনি। একটা বাড়ির বাইরের অংশ ভাঙতে ৩০ দিন সময় লাগে? বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে কি যন্ত্রপাতি আছে পুরসভার কাছে জানতে চাই, মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। পুর সভায় কি আদৌ আধুনিক যন্ত্রপাতি আছে জানাতে পুর কমিশনারের হলফনামা তলব আদালতের। ৯ এপ্রিল জানাতে নির্দেশ আদালতের। ৫ তলা বাড়ি ভাঙা এখনও হয়নি। পুরসভার যুক্তিতে বিরক্ত বিচারপতি অমৃতা সিনহা। "বাইরের অংশের কলাম আর বিম ভাঙার নির্দেশ দেওয়া ছিল। বাইরের দেওয়াল ভাঙতেও এত সময়! কেন, প্রশ্ন বিচারপতির। যখন একটা বিল্ডিং ভাঙে তখন কয়েক সেকেন্ড সময় লাগে আর সেই বাড়ি ভাঙতে এখানে ৩০ দিন সময় লাগবে কেন? প্রশ্ন বিচারপতির।কলকাতার বুকে ফের বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। অভিযোগ, আর্মহার্স্ট স্ট্রিট থানা এলাকায় বেআইনি নির্মাণ তৈরির কাজ চলছে। ৮এ ব্বৈষ্ণব সম্মিলনী লেন, ঠিকা জমিতে ৪ তলা বিল্ডিং। প্ল্যান নেই। ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলায় বিচারপতি অমৃতা সিনহা। কাউন্সিলার মীণাক্ষী গুপ্তা। মাস চারেক ধরে বেআইনি ভাবে গড়ে উঠছে বহুতল। অভিযোগ প্রোমোটার দেবাশিস পাল দু-কাঠা জমিতে জবরদস্তি প্রোমোটিং করছেন। সংকীর্ণ গলিতে বহুতল তৈরিতে কোনও দিকেই দেওয়া হয়নি ছাড়। থানা পুলিস করে লাভ হয়নি এতদিন। শেষে আদালতে রিট পিটিশন করেন অভিযোগকারীরা। শাসকদল ও পুলিসের মদতের অভিযোগ। আজ এই নির্মাণ বন্ধের নির্দেশ দেয় আদালত।