• ঘরের ভিতরে গোখরো! গরম পড়তেই সাপের উপদ্রব বাড়ছে জঙ্গল-সংলগ্ন এলাকায়...
    ২৪ ঘন্টা | ১৯ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু মাস থেকে বৃষ্টি নেই ডুয়ার্সে। ফলে, নদীনালা শুকিয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে, গরমের মাত্রাও বাড়ছে ডুয়ার্স জুড়ে। আর এই গরমের কারণেই সাপের উপদ্রবও বাড়ছে মালবাজার মহকুমায়। জঙ্গলের সাপ ঠান্ডার খোঁজে আশ্রয় নিচ্ছে লোকালয়ের ঘরবাড়িতে। আর এতেই আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।

    এর পাশাপাশি মালবাজার শহরের একটি বাড়ি থেকেও আর একটি বড় সাপ উদ্ধার করলেন এলাকার পরিবেশপ্রেমী স্বরূপ মিত্র। মালবাজারের ঘড়িমোড়ের সামনে বিমল দেবনাথ নামে এক ব্যক্তির বাড়িতে এদিন একটি বিরাট দাঁড়াস সাপ ঢুকে পড়ে। আর এতেই বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর বাড়ির লোকজন এলাকার পরিবেশপ্রেমী স্বরূপ মিত্রকে খবর দেন। স্বরূপ মিত্র সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন। পরে সাপটিকে  সুরক্ষিত জঙ্গল এলাকায় ছেড়ে দেওয়া হয়। স্বরূপ মিত্র বলেন, গরম পড়তেই সাপের উপদ্রব বাড়ছে। আমাদের একটু সর্তক থাকতে হবে। 
  • Link to this news (২৪ ঘন্টা)