• Sanjay Mukherjee IPS : CID প্রধান থেকে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, রাজ্যের নতুন ডিজি দুঁদে IPS-কে চেনেন?
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • ফের রাজ্যের ডিজিপি পদে রদবদল। ২৪ ঘণ্টার মধ্যেই বিবেক সহায়কে সরিয়ে IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্যের নতুন ডিজি পদে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। বিবেক সহায়কে সরিয়ে দিয়ে IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে নিয়ে আসা হয়েছে। কে এই IPS সঞ্জয় মুখোপাধ্যায়, দেখে নেওয়া যাক একনজরে।১৯৮৯ সালের IPS ব্যাচের অফিসার এই সঞ্জয় মুখোপাধ্যায়। এর আগে রাজ্য পুলিশের একাধিক উচ্চপদে ছিলেন তিনি। সঞ্জয় মুখোপাধ্যায় নিজেও একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। গত জানুয়ারি মাসেই রাজ্যের দমকল বিভাগের ডিজি( DG ) পদে নিয়ে আসা হয় IPS সঞ্জয় মুখোপাধ্যায়কে।

    ২০১৭ সালে রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এরপর দীর্ঘদিন রাজ্যের গোয়েন্দা বিভাগ CID-তে ADG পদে কর্মরত ছিলেন তিনি। ২০২২ সালে এডিজি পদ থেকে ডিজি পদে উন্নীত হন। পরবর্তীকালে ২০২২ সালে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির ডিরেক্টর হন IPS সঞ্জয় মুখোপাধ্যায়।

    ডিজি পদে বদলির বিজ্ঞপ্তি

    গতকালই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন থেকে রাজ্যকে জানিয়ে দেওয়া হয়, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন কোনও পদে তাঁকে পাঠাতে হবে। অন্যদিকে, রাজ্যের ডিজিপি পদে এই মুহূর্তে সিনিয়র মোস্ট ডিজি বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি পদে বসানো হয়।

    অন্যদিকে, গতকালই বিকেল পাঁচটার মধ্যে তিনজন IPS-এর নাম পাঠিয়ে দেয় রাজ্য। এর মধ্যে বিবেক সহায় ছাড়াও IPS সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়। আজ, বুধবার রাজ্যের নতুন ডিজিপি পদে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করে নির্বাচন কমিশন। গত শনিবার আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। সেই সঙ্গে গোটা দেশে আদর্শ নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়। এর ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্য পুলিশের ডিজি পদে রদবদল করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিব পদেও রদবদল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রসঙ্গত, কয়েক মাস আগেই রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালব্য মেয়াদ শেষ হয়। তারপর রাজ্য পুলিশের নতুন ডিজি করা হয়েছিল রাজীব কুমারকে। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে যদিও বিতর্কের অন্ত নেই।
  • Link to this news (এই সময়)