• Ram Mandir: ভোট শুরুর আগে রামলালার দর্শনে নমো? তুঙ্গে রাম নবমীর মেগা অনুষ্ঠানের প্রস্তুতি
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • ভোটের আগে রাম দর্শনে যাবেন নমো। চলতি বছরের ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা নির্বাচন। ১৯ এপ্রিল থেকে শুরু ভোট। ভোট শুরুর আগে অযোধ্য়া যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর বলে সূত্রের খবর।সূত্রের খবর, ১৯ এপ্রিল প্রথম দফার ভোটের আগে অযোধ্য়ায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে পারে বিজেপি। আর সেই অনুষ্ঠানে মধ্য়মণি হতে পারেন মোদী। সূত্রের খবর, ১৭ এপ্রিল রাম নবমীর দিন অযোধ্যায় মেগা কর্মসূচির আয়োজন করতে পারে গেরুয়া শিবির।

    রাম নবমীতে রামলালার দর্শন ২৪ ঘণ্টার জন্য

    রাম নবমীর দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে রাম মন্দির। তবে পুজোর জন্য সামান্য সময় ছাড়া বাকি পুরোদিন মন্দির খোলা থাকবে ভক্তদের জন্য। প্রাণ প্রতিষ্ঠার পর এই প্রথমবার অযোধ্যা ভূমে রাম নবমী উৎসবের আয়োজন করা হয়েছে।

    লোকসভা নির্বাচন ২০২৪-এর নির্ঘণ্ট প্রকাশ! জানুন একনজরে

    রাম নবমীতে কড়া নিরাপত্তা বেষ্টনী অযোধ্য়ায়

    রাম নবমীতে অযোধ্যায় রেকর্ড ভিড়ের আশা করা হচ্ছে। উদ্বোধনের পর থেকে প্রতিদিন রামলালার দর্শনে ভিড় জমাচ্ছে দেড় থেকে দুই লাখ ভক্ত। রাম নবমীতে এই সংখ্য়া যে আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই তৎপর যোগী সরকার। সেই কারণে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সহ ভক্তদের সুযোগ-সুবিধা প্রদানে যাতে কোনও খামতি না থাকে তার জন্য কড়া নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশে মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ।

    বর্তমানে রামলালার দর্শন করতে রোজ সকাল সাড়ে ছ'টা থেকে সাড়ে ন'টার মধ্যে মন্দিরে প্রবেশ করা যাচ্ছে। পূণ্যার্থীরা মন্দির চত্বরে ঢোকা ও বের হওয়ার মধ্যে ৬০-৭৫ মিনিট সময় পাবেন। তার মধ্য়েই তাঁদের বেরিয়ে আসতে হবে। মন্দিরে ঢোকার আগে মেবাইল ফোন, ওয়ালেট জুতো মন্দির চত্বরের বাইরে রেখে আসতে হবে। দর্শনার্থীরা ফুল, মালা, প্রসাদ নিয়ে মন্দিরে ঢুকতে পারবেন না। ভোর ৪-টেয় বিশেষ আরতিতে যোগ দেওয়ার জন্য প্রয়োজন হবে এন্ট্রি পাস। এছাড়াও সিঙ্গার আরতি চলবে সকাল ৬টা ১৫ মিনিট ও শয়ন আরতি হবে রাত ১০টায়। সব আরতির জন্যই পাস লাগবে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইট থেকে ওই পাস সংগ্রহ করতে হবে। স্পেশাল পাস বা কোনও টাকা দিয়ে কোনওরকম দর্শন বা আরতির সুযোগ নেই। ওইসব নিয়মের কোনও বদল হলে তাকে জালিয়াত বলে ধরে নেওয়া হবে এবং ট্রাস্টকে জানাতে হবে।
  • Link to this news (এই সময়)