• Congress Lok Sabha Manifesto : মমতার অনুকরণে বার্ষিক ১ লাখ টাকার 'মহালক্ষ্মী' প্রকল্প , লোকসভার ইস্তেহারে বড় চমক কংগ্রেসের
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে AICC হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে ম্যানিফেস্টো প্রকাশিত হল।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'ভারত জোড়ো ন্যায় যাত্রার পাঁচটি স্তম্ভকে কংগ্রেসের লোকসভা নির্বাচনের ইস্তেহারের মূল বক্তব্য হিসেবে রাখা হয়েছে। সেগুলি হল কিষাণ ন্যায়, যুব ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসসেদারি ন্যায়।' তিনি আরও বলেন, '১৯২৬ সাল থেকে কংগ্রেস পার্টির ম্যানিফেস্টো ভরসা এবং বিশ্বাসের একটি দলিল হিসেবে রয়ে গিয়েছে। দেশ একটি পরিবর্তন চাইছে। ২০০৪ সালে BJP ইন্ডিয়া শাইনিং স্লোগান এনেছিল। মুখ থুবড়ে পড়েছিল সেই কর্মসূচি। এবারও তেমনটাই পরিণতি হবে মোদীর গ্যারান্টির।'

    এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, কে সি বেণুগোপাল এবং পি চিদাম্বরম সহ অন্যরা।

    পাঁচটি ন্যায় বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছে কংগ্রেস। সেগুলি হল-

    কিষাণ ন্যায়সঠিক দাম- স্বামীনাথন ফর্মুলা অনুযায়ী ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি।

    ঋণ মকুব আয়োগ- কৃষকদের ঋণ মকুব করার জন্য একটি স্ট্যান্ডিং কমিশন তৈরি করা

    বীমার সরাসরি ট্রান্সফার- ফসল নষ্ট হলে ৩০ দিনের মধ্যে বীমার টাকা পাওয়ার আশ্বাস।

    আমদানি-রপ্তানি নীতি- কৃষকদের সুবিধার্থে সঠিক আমদানি-রপ্তানি নীতি।

    GST মুক্ত চাষাবাদ- কৃষকদের ক্ষেত্রে GST মকুব করার প্রয়াশ।

    যুব ন্যায়ভারতি ভরসা- ক্যালেন্ডার বছর অনুযায়ী ৩০ লাখ নয়া চাকরি

    প্রথম চাকরি পাকা- প্রত্যেক শিক্ষিত যুবকে মাসিক সাড়ে আট হাজার টাকা মাইনের এক বছরের চাকরি।

    পেপার লিক থেকে মুক্তি- সমস্ত পেপার লিক রুখতে আইন

    গিগ ইকনমিতে সামাজিক সুরক্ষা- ভালো পরিবেশ এবং সামাজিক সুরক্ষা।

    যুব রোশনি- যুবদের জন্য পাঁচ হাজার টাকার স্টার্ট আপ ফান্ড।

    শ্রমিক ন্যায়স্বাস্থ্য অধিকার- সুস্বাস্থ্য রক্ষার অধিকার। চাকরি ক্ষেত্রে হেলথ কেয়ার পরিষেবা, বিনামূল্যে ওষুধ, সার্জারি সহ নানা পরিষেবার ব্যবস্থা।

    শ্রমের সম্মান- জাতীয় ন্যূনতম বেতন হবে ৪০০ টাকা প্রতিদিন। ১০০ দিনের শ্রমিকদের ক্ষেত্রেও একই হারে বেতন দেওয়া হবে।

    সেহরি রোজগার গ্যারান্টি- শহরাঞ্চলের জন্য এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট।

    সামাজিক সুরক্ষা- অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য জীবন বীমা।

    সুরক্ষিত রোজগার- সরকারি ক্ষেত্রে চুক্তিভিত্তিক কাজের পরিসর কমানো হবে।

    নারী ন্যায়মহালক্ষ্মী- প্রতিটি গরিব পরিবারের একজন করে মহিলাকে প্রতিবছর এক লাখ টাকা।

    আধি আবাদি পুরা হক- নতুন কেন্দ্রীয় সরকারি চাকরিতে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ

    অধিকার মৈত্রী- প্রতি গ্রামে মহিলাদের আইনি অধিকার নিশ্চিত করা।

    সাবিত্রীবাঈ ফুলে- কর্মরত মহিলাদের জন্য হস্টেলের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি।

    হিসসেদারি ন্যায়গিনতি করো- সামাজিক, আর্থিক এবং জাতিগত জনগণনা।

    সংরক্ষণের অধিকার- SC/ST/OBC-র উপর ৫০ শতাংশ সংরক্ষণের ক্যাব তুলে দেওয়া হবে।

    SC/ST সাব প্ল্যান- SC/ST-দের জন্য বিশেষ বাজেট।

    জল-জঙ্গল-জমির আইনি অধিকার- এক বছরের মধ্যে বন অধিকার আইনের জটিলতা সমাধান।

    আপনি ধরতি, আপনা রাজ- যে সমস্ত অঞ্চলে ST জনসংখ্যা বেশি, সেগুলি ST এলাকা বলে চিহ্নিত করা।
  • Link to this news (এই সময়)