Congress Lok Sabha Manifesto : মমতার অনুকরণে বার্ষিক ১ লাখ টাকার 'মহালক্ষ্মী' প্রকল্প , লোকসভার ইস্তেহারে বড় চমক কংগ্রেসের
এই সময় | ১৯ মার্চ ২০২৪
আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। মঙ্গলবার দিল্লিতে AICC হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে ম্যানিফেস্টো প্রকাশিত হল।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'ভারত জোড়ো ন্যায় যাত্রার পাঁচটি স্তম্ভকে কংগ্রেসের লোকসভা নির্বাচনের ইস্তেহারের মূল বক্তব্য হিসেবে রাখা হয়েছে। সেগুলি হল কিষাণ ন্যায়, যুব ন্যায়, নারী ন্যায়, শ্রমিক ন্যায় এবং হিসসেদারি ন্যায়।' তিনি আরও বলেন, '১৯২৬ সাল থেকে কংগ্রেস পার্টির ম্যানিফেস্টো ভরসা এবং বিশ্বাসের একটি দলিল হিসেবে রয়ে গিয়েছে। দেশ একটি পরিবর্তন চাইছে। ২০০৪ সালে BJP ইন্ডিয়া শাইনিং স্লোগান এনেছিল। মুখ থুবড়ে পড়েছিল সেই কর্মসূচি। এবারও তেমনটাই পরিণতি হবে মোদীর গ্যারান্টির।'
এদিন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভঢরা, কে সি বেণুগোপাল এবং পি চিদাম্বরম সহ অন্যরা।