• CAA Law: আপাতত CAA-তে স্থগিতাদেশ নয়, সরকারের কাছে জবাব তলব সুপ্রিম কোর্টের
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • সিএএ-এর উপর স্থগিতাদেশ চেয়ে একগুচ্ছ মামলা হয় সুপ্রিম কোর্টে। সেই সব মামলার শুনানিতে এবার কেন্দ্রের উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ৯ এপ্রিল।যদিও এখনও পর্যন্ত সিএএ-এর উপর কোনও স্থগিতাদেশের আবেদন গ্রাহ্য় হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইনের উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে এক গুচ্ছ মামলা করা হয়। সরকারের পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের কাছে উত্তর প্রদানের জন্য সময় চেয়েছেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে নেতৃত্বাধীন বেঞ্চের কাছে তাঁর আবেদন, ২০টি আবেদনের উত্তর দিতে তাঁকে কিছুটা সময় দিক শীর্ষ আদালত। আবেদগুলির উত্তর না পাওয়া পর্যন্ত এখনই কোনও স্থগিতাদেশ নয় নাগরিকত্ব সংশোধনী আইনে।

    শুনানির সময় মুসলিম পক্ষের আইনজীবী নিজাম পাশা বলেন, 'সিএএ-র কারণে মুসলমানদের নাগরিকত্ব হুমকির মুখে পড়েছে।' পাল্টা সলিসিটর জেনারেলর উত্তর, 'সিএএ-এর সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। এর আগেও মানুষকে বিভ্রান্ত করে উস্কানি দেওয়া হয়েছিল। সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেবে না।' এনিয়ে প্রধান বিচারপিত বলেন 'উভয় পক্ষকে ৫ পৃষ্ঠার লিখিত সংক্ষিপ্ত নোট জমা দিতে হবে। ৮ এপ্রিলের মধ্যে সরকারকে জবাব দিতে হবে।

    প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন যে সিএএ-র বিরুদ্ধে দায়ের করা আবেদনের জবাব দিতে তিন সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। আগামী ৯ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে। এদিকে, সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বলেছেন, 'এই সময়ের মধ্যে কেউ নাগরিকত্ব পেলে আমরা আবার আদালতে যাব।'

    সিএএ বিরোধিতা ইস্যুতে মঙ্গলবার শুনানি হয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ । নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯ (CAA) এবংনাগরিকত্ব (সংশোধন) বিধিমালা, ২০২৪-এর বিরোধিতায় শীর্ষ আদালতে ২৩৭টি পিটিশন দাখিল করা হয়েছে।

    কপিল সিব্বলের দাবি, 'আবেদনগুলির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হোক নাগরিকত্ব সংশোধনী আইনের উপর। কারণ এই আইনের মাধ্যমে কিছু মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এখনই এই আইনের উপর স্থগিতাদেশ জারি না হলে আবেদনের কোনও অর্থ থাকবে না। অন্যদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি কেউ নাগরিকত্ব পান বা না পান তার সঙ্গে আবেদনকারীদের কোনও পার্থক্য নেই।'

    Citizenship Amendment Act : নজরে CAA বিতর্ক, দ্বিধা, প্রশ্ন... নাগরিকদের কী জানা উচিত?

    উল্লেখ্য, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েকদিন আগেই দেশে কার্যকর হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিধি। এই আবহে বাংলাদেশ থেকে আসা শরণার্থী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ভারতীয় নাগরিক হওয়ার জন্যে আবেদন করতে পারবেন বলে জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে এই আইনে মুসলিদের কথা উল্লেখ করা হয়নি। আর এই বিষয়টি নিয়েই বিতর্কের সূত্রপাত।
  • Link to this news (এই সময়)