• ফুড SI-এর পরীক্ষায় কারচুপির অভিযোগ! পুলিশের জালে বিজেপি নেতা
    এই সময় | ১৯ মার্চ ২০২৪
  • রাজ্যের ফুড SI নিয়োগের পরীক্ষা চলাকালীন উত্তরপত্র সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করার অভিযোগ উঠল মালদার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় দায়ের হয়েছে অভিযোগ। গ্রেফতারও করা হয়েছে তাঁকে। মঙ্গলবার ধৃত পঞ্চায়েত সদস্য উত্তম মণ্ডলকে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ।রবিবার রাজ্য জুড়ে খাদ্য সরবরাহ দফতরের এসআই নিয়োগের পরীক্ষা হয়। হবিবপুরের বক্সীনগরের বাসিন্দা উত্তমের পরীক্ষার সিট পড়েছিল ইংরেজবাজার শহরের চিন্তামণি চমৎকার গার্লস হাই স্কুলে। অভিযোগ, পরীক্ষা চলাকালীন উত্তর পত্র নিয়ে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। সেই সময় স্কুলের শিক্ষিকারা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

    পুলিশ উত্তমকে ১৮৮, ৪২০, ১২০ বি জামিন অযোগ্য ধারায় মামলারুজু করে এবং ওই দিনই আদালতে পেশ করে দুই দিনের হেফাজতে নেয়। এদিন তাঁকে ফের জেলা আদালতে পুলিশ পেশ করেছে। রাজ্যের চাকরি পরীক্ষায় বিজেপির সদস্য গ্রেফতার হওয়ায় রাজনৈতিক তরজা শুরু হয়েছে মালদায়।

    লোকসভা নির্বাচনের আগে এই ঘটনাকে সামনে রেখে সুর তুলেছেন রাজ্যের শাসক দলের নেতারা। যে দলের পঞ্চায়েত সদস্যই এভাবে প্রশ্ন পত্র সমেত ধরা পড়েন, তাঁরা সমাজকে কোন ভয়াবহ দিকে ঠেলে দিচ্ছে? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা।

    এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি বাবলা সরকার বলেন, ‘মোদীর গ্যারান্টি মানেই বিজেপিতে যোগদান করে দুর্নীতি করা যাবে। সারদা-নারদাতেও মাফ হয়ে যায়। বিজেপি মনে করছে যা ইচ্ছে করবে। ওরা মানুষকে ভয় দেখাচ্ছে। বাংলার পুলিশ কাউকে ভয় পাবেন না। লোকসভা নির্বাচনে মানুষ এর জবাব দেবে। এই উৎশৃঙ্খলার জবাব দেবে সাধারণ মানুষ।’

    রাজ্যের শাসক দলের নেতাদের যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি। তিনি বলেন, 'কেউ বিজেপির সদস্য বা সমর্থক হতে পারে। তবে দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তা দলের দায় নয়। এই নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। তিনি গ্রেফতার হয়েছেন। বিষয়টি বিচারাধীন। যা ব্যবস্থা করার আইন করবে। আমরা দলের মধ্যে এই নিয়ে আলোচন করব। যদি জালিয়াতি করে পরীক্ষা দেওয়ার অভিযোগে কোনও সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে দল ব্যবস্থা গ্রহণ করবে।' মোটের উপর এই ঘটনায় জেলা রাজনীতির অন্দরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
  • Link to this news (এই সময়)