সন্দেশখালি কাণ্ডের পর প্রথম বসিরহাটে অভিষেক, বুধবারের সভা নিয়ে চূড়ান্ত প্রস্তুতি তৃণমূলের
এই সময় | ১৯ মার্চ ২০২৪
জেলায় জেলায় নির্বাচনী সভা শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই বুধবার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটে সভা করতে চলেছেন অভিষেক। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম ওই কেন্দ্রে যাচ্ছেন অভিষেক। তাঁর সভা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি তৃণমূল জেলা নেতৃত্বের।ইতিমধ্যেই জলপাইগুড়ি থেকে দিনাজপুর সভা করেছেন অভিষেক। উত্তর থেকে দক্ষিণে ধাপে ধাপে কর্মসূচি রয়েছে তাঁর। ২০ মার্চ উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের জন্য সভা করতে চলেছেন তিনি। তবে সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম বসিরহাট যাচ্ছেন অভিষেক। যে কারণে এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তৃণমূল কর্মী, সমর্থকদের কাছে।
জানা গিয়েছে,বসিরহাট শ্মশান সংলগ্ন একটি পুরনো মন্দিরের সংস্কার কাজ শেষ করা হয়েছে। সেই মন্দিরের উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই রয়েছে তাঁর জনসভা। জনসভার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে জেলা তৃণমূল নেতৃত্ব। বসিরহাট স্কুলের মাঠে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সেখানেই এসে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সভাস্থল ঘুরে দেখে গিয়েছেন বিধায়ক নারায়ণ গোস্বামী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। তবে শুধুমাত্র বসিরহাট কেন্দ্রের জন্যেই এই নির্বাচনী প্রচার সভা করা হচ্ছে না, উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর, বনগাঁ, বারাসত কেন্দ্রের প্রার্থীদের সমর্থনেও এদিনের সভা করা হবে। সভায় কয়েক লাখ লোক সমাগমের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Abhishek Banerjee : 'শিকড় থেকে উপড়ে ফেলুন', মন্তব্য় অভিষেকের
উল্লেখ্য, সন্দেশখালি কাণ্ডের পর তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী, বিধায়করা উত্তেজনাপ্রবণ এলাকায় গিয়েছেন। ক্ষুব্ধ বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসেছেন। যদিও, দফায় দফায় কয়েকদিন আগে পর্যন্ত সন্দেশখালির একাধিক গ্রামে বাসিন্দাদের প্রতিবাদ করতে দেখা গিয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সন্দেশখালি যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়ে দিয়েছিলেন, পরিস্থিতি একটি শান্ত হলে তিনি নিশ্চয় যাবেন।
এর আগে সন্দেশখালি এলাকায় একটি জনসভার লক্ষ্যমাত্রা নিয়েছিল জেলা তৃণমূল। পরবর্তীতে সেটা বাতিল করে দেওয়া হয়। ফলত, এই ঘটনার পর থেকে প্রথম কোনও সভা হতে চলেছে বসিরহাট কেন্দ্রে। কিছুদিন আগেই বারাসতে সভা করে গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জোরালো সমালোচনা শোনা যায় মোদীর মুখ থেকে। আগামীকালের সভা থেকে তারই পালটা জবাব দেবেন তৃণমূল কংগ্রেস সাংসদ বলেই মনে করা হচ্ছে।