Narendra Modi In Salem : প্রচারে বেরিয়ে বন্ধুর জন্য মনকেমন! চোখে জল প্রধানমন্ত্রীর, কে এই রমেশ?
এই সময় | ২০ মার্চ ২০২৪
লোকসভা ভোটের প্রচারে গিয়ে কেঁদে ফেললেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার পুরনো বন্ধুর কথা ভেবে তাঁর চোখ জলে ভরে গেল। বক্তব্যের মাঝেই আবেগপ্রবণ হয়ে গেলেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালে প্রয়াত নরেন্দ্র মোদীর বন্ধু রমেশের পরিচয় জানেন?আবেগঘন নরেন্দ্র মোদী২০১৩ সালে প্রয়াত হন তামিলনাড়ুর সালেমের BJP নেতা ভি রমেশ। এদিন সেই সালেমে দাঁড়িয়ে একটি জনসভার মাঝে নরেন্দ্র মোদীর গলায় শোনা যায় তাঁর কথা। 'অডিটর' রমেশের নাম নিতেই গলা কেঁপে ওঠে তাঁর। স্বর ভারী যায়। কান্না চেপে রাখতে পারেননি নমো।
সালেমের সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'আমার অডিটর রমেশের কথা আজ খুব মনে পড়ছে।' এই লাইন শেষ করতে না করতেই গলা ভারী হয়ে আসে তাঁর। কিছুক্ষণ বক্তব্য থামিয়ে সামনে রাখা জলের গ্লাস হাতে তুলে জল খান। খানিকটা ধাতস্ত হয়ে আবার বক্তব্য শুরু করেন। তাঁকে আবেগপ্রবণ হতে দেখে জনসভায় আসা বিপুল সংখ্যক মানুষও চুপ করে যান। কিছুক্ষণ পর যদিও ফের মোদী মোদী স্লোগান উঠতে থাকে দর্শকদের মধ্যে থেকে।
বক্তব্য পুনরায় শুরু করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'আফসোস আমার বন্ধু রমেশ আর আজ আমাদের মধ্যে নেই। ও দলের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুবক্তা ছিল। কিন্তু, তাঁকে খুন করে দেওয়া হয়েছে।'
কে এই অডিটর রমেশ?পেশায় একজন অডিটর ছিলেন সালেমের বাসিন্দা ভি রমেশ। তামিলনাড়ুতে দলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১৩ সালের ১৯ জুলাই নিজের বাড়ির কাছেই ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুন করার অভিযোগ রয়েছে। রাত ৯টা নাগাদ তিনি যখন পার্টির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সেরে অফিস থেকে বাড়ি ফিরছিলেন, সে সময়ই তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুর সঠিক তদন্ত হয়নি বলে তৎকালীন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী জয়ললিতার উপর অসন্তুষ্ট হয়েছিলেন তিনি।
অডিটর রমেশের পাশাপাশি নরেন্দ্র মোদী এদিন সালেমের সভা থেকে লক্ষ্মণনের কথাও বলেন। মোদী বলেন, 'লক্ষ্মণনের অবদান দলের প্রতি চিরস্মরণীয় হয়ে থাকবে। জরুরি অবস্থার সময় তাঁর ভূমিকা অতুলনীয়। তামিলনাড়ুতে দলের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছিলেন এই নেতা। এই রাজ্যে অনেকগুলি স্কুল খোলার পিছনেও তাঁর উদ্যোগ রয়েছে।'