Congress Candidate List : বুধবার কংগ্রেসের তৃতীয় তালিকা প্রকাশ, বাংলার ১২ হেভিওয়েট প্রার্থীর নামে সিলমোহর হাইকমান্ডের
এই সময় | ২০ মার্চ ২০২৪
বুধবার প্রকাশিত হতে চলেছে কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থীতালিকা। এই লিস্টে ঠাঁই পেতে পারেন বাংলার ১২ আসনের প্রার্থীরা। মঙ্গলবার কংগ্রেসের নির্বাচনী কমিটির বৈঠক শেষে এমনটাই খবর পাওয়া গিয়েছে। এদিনের বৈঠকে হাইকমান্ড বাংলার মোট ১২ জনের নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছে বলে খবর।
কী বলছেন শীর্ষ নেতারা?মঙ্গলবার দুপুর থেকে দিল্লিতে AICC হেডকোয়ার্টারে একের পর এক জরুরি বৈঠক করে হাত শিবির। কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে লোকসভা নির্বাচনের ম্যানিফেস্টো প্রকাশ করা হয়েছে। মোদীর গ্যারান্টির বদলে পাঁচটি ন্যায়ের কথা জানানো হয়েছে কংগ্রেসের ইস্তেহারে। এরপরই বিকেলে শুরু হয় প্রার্থীদের নাম নির্বাচনের জন্য বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।বৈঠক শেষে কংগ্রেস নেতা তথা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, 'সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। কাল আমাদের তৃতীয় প্রার্থীতালিকা প্রকাশ করা হবে।' একইসঙ্গে কংগ্রেস নেতা জয়বর্ধন সিং বলেন, 'অরুণাচল প্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রগুলি নিয়ে এদিনের বৈঠকে মূলত আলোচনা হয়েছে। স্ক্রিনিং কমিটি প্রার্থীদের নাম বেছে নিয়েছে।'
Adhir Chowdhury: CAA হয়েছে বলে কি আসমান ভেঙে পড়বে? পালটা অধীর রঞ্জন চৌধুরী
ইতিমধ্যেই কংগ্রেস ৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকার প্রথম লিস্টে ঠাঁই হয় ৩৯ জনের। দ্বিতীয় তালিকায় নাম ছিল ৪৩ জনের।
বাংলায় ১২ প্রার্থীর নাম ঘোষণা?পশ্চিমবঙ্গে মোট সাত দফায় নির্বাচন হবে। হাতে আর মোটে একমাসও বাকি নেই। অথচ এই রাজ্যের ৪২ আসনে একজন প্রার্থীরও নাম ঘোষণা করেনি হাত শিবির। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ৪২ আসনে নিজেদের প্রার্থীদের নাম ব্রিগেডের মঞ্চ থেকে ঘোষণা করে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে তাঁর জোটে যাবেন না। ফলে বহরমপুরে অধীর চৌধুরীর গড়েও প্রার্থী দিয়েছে জোড়াফুল শিবির। এই কেন্দ্রের ঘাসফুল প্রার্থী ইউসুফ পাঠান।
এদিকে, বামেদের সঙ্গে আসন রফা নিয়ে এখনও আলোচনা চলছে কংগ্রেসের। সে ক্ষেত্রে কোন কোন আসন নিয়ে ইন্ডিয়া জোটের এই দুই শরিকের সমঝোতা হবে তা নিয়ে এখনও জল্পনাই রয়ে গিয়েছে। বাংলার ১৭টি আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে ফেলেছে বামফ্রন্ট। একাধিক আসন নিয়ে এখনও আলোচনা চলছে বলে দলীয় সূত্রে খবর।
এদিকে, উল্লেখ্য, বাংলার যে ১২ জন হেভিওয়েট প্রার্থীর নামে হাইকমান্ডের সিলমোহর পড়েছে তাতে প্রথমেই থাকতে পারেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। একইসঙ্গে এবার উত্তর কলকাতা আসনটি থেকে বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যকে দাঁড় করানো হতে পারে বলে নানা জল্পনা উঠেছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা হলে তবেই জানা যাবে ১২ জনের তালিকা।