• পৃথিবী থেকে চাঁদ হয়ে মঙ্গলে ছুটবে বুলেট ট্রেন! জাপানি মিশনে সফর করবেন না কি?
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • এ যেন এক অভাবনীয় জিনিসকে চোখের সামনে সত্যি হতে দেখা। দিল্লি, মুম্বই, গোয়ার মতো এবার যাওয়া যবে মঙ্গল গ্রহে। তাও কিনা আবার ভায়া চাঁদ হয়ে। তাও আবার বুলেট ট্রেনে চেপে। কি হল কানকে বিশ্বাস করাতে পরছেন না? হ্যাঁ এমনটাই হতে চলেছে অদূর ভবিষ্যতে। কারণ এই অসম্ভবকে বাস্তবে রুপ দিতে পরিকল্পণা ছকে ফেলেছে জাপান। এই বুলেট ট্রেন জাপান থেকে বিশেষ রেলপথে উপগ্রহ হয়ে পৌঁছবে অন্য গ্রহে। শুধু তাই নয়, দুই জায়গাতেই হবে প্রাণের সঞ্চার। আর পৃথিবীর মানুষ দিয়ে হবে এই প্রাণ সঞ্চার।জাপানের পরিকল্পণা কি?ইউনিভার্সিটি এবং কোজিমা কনস্ট্রাকশন যৌথভাবে বানিয়েছে পরিকল্পণা। তৈরি করা হচ্ছে দুই জায়গায় থাকার ব্যবস্থা। যার মধ্যে থাকবে আর্টিফিসিয়াল গ্র্যাভিটি। ব্যবস্থা থাকবে সকলের যাতায়াতের ব্যাবস্থা। ব্যবস্থা করা হবে সবুজায়নেরও। থাকবে নদী, পার্ক, জল সবকিছুই। থাকবে ১৩০০ ফিট উচ্চতার বিল্ডিং। এর প্রোটোটাইপ ২০৫০ পর্যন্ত তৈরি করা যবে বলে জানিয়েছেন জাপানের বিজ্ঞানীরা।

    লুনা গ্লাস এবং মার্স গ্লাস ট্র্যাকে চলবে ট্রেনচাঁদে তৈরি হতে চলা গ্লাস কলোনির নাম হবে লুনা গ্লাস। মঙ্গলে তৈরি হবে মার্স গ্লাস। তৈরি হবে স্পেস এক্সপ্রেস বুলেট ট্রেন। এই বুলেট ট্রেন হেক্সা ট্র্যাকের মধ্যে দিয়ে পৃথিবী থেকে ছুটবে চাঁদ হয়ে ছুটবে মঙ্গল গ্রহে।

    বুলেট ট্রেনের টেকনিকহেক্সা ক্যাপসুলের মাধ্যমে তৈরি হবে বুলেট ট্রেনের কামরা। ক্যাপসুল ইলেক্ট্রোম্যাগনেটিক টেকনোলজিতে চলবে এই বুলেট ট্রেন। থাকবে এমন অত্যাধুনিক ব্যবস্থা যার ফলে দীর্ঘ সময় পর্যন্ত জিরো গ্র্যাভিটির জন্য যাত্রীদের কোনওরকম অসুবিধে হবে না।

    পৃথিবীতে তৈরি হবে স্টেশনপৃথিবীতে তৈরি হবে টেরা স্টেশন নামের স্টেশন। তার ওপরই লঞ্চ হবে স্পেস এক্সপ্রেস। চাঁদ থেকে মঙ্গলে যেতে মেনটেন করা হবে গ্র্যাভিটি। পৃথিবীর ওপর তৈর হবে একটি ট্র্যাক স্টেশন। আর এই স্টেশনেরইৃ নাম হবে টেরা স্টেশন। এটি একটি স্ট্যান্ডার্ড ট্র্যাকে চলবে। যার মধ্যে থাকবে ছয়টি কোচ। এই এক্সপ্রেসের নম হবে স্পেস এক্সপ্রেস। থাকবে স্পেস এক্সপ্রেসের গতি বাড়ানো কমানোর ব্যবস্থা।

    একদিকে একই সময়ে ফের চাঁদে যাওয়ার পরিকল্পণা করছে আমেরিকা। আবার মঙ্গলে প্রাণের সঞ্চারের খোঁজে মগ্ন চিন। পিছিয়ে নেই রাশিয়াও। এর মধ্যেই সক্কলকে টেক্কা দিয়ে একধাপ এগিয়ে চাঁদ এবং মঙ্গলে সটান বুলেট ট্রেন নিয়ে পৌঁছনোর পরিকল্পণা করে ফেলল জাপান।
  • Link to this news (এই সময়)