• মহুয়ার বিরুদ্ধে BJP-র প্রার্থী কৃষ্ণনগরের রাজবধূ? মুখ খুললেন অমৃতা রায়
    এই সময় | ২০ মার্চ ২০২৪
  • নদিয়া জেলার কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মহুয়া মিত্রের বিরুদ্ধে বিজেপি কাকে দাঁড় করাবে? প্রার্থী নিয়ে তুমুল জল্পনা দলের অন্দরেই। এর মধ্যেই জেলায় জোর গুঞ্জন মহুয়ার বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানি মা অমৃতা রায়কে। যদিও, তিনি নিজে জানালেন, চূড়ান্ত তালিকা প্রকাশিত হোক, তারপর তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন।বিজেপি প্রার্থী ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। তার আগেই মঙ্গলবার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত দুই কালিমন্দির আনন্দময়ী ও সিদ্ধেশ্বরী কালি মন্দিরে গিয়ে পুজো দিলেন এবং আশীর্বাদ নিলেন কৃষ্ণনগরের বর্তমান রানি মা অমৃতা রায়। তাঁর সঙ্গে এদিন দেখা গেল দু’একজন বিজেপি কর্মী সমর্থককে। আর তারপর থেকেই গুঞ্জন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন রাজবাড়ীর বর্তমান রানি মা অমৃতা রায়।

    বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে আমারঅমৃতা রায়

    তবে দলীয় সূত্রে খবর, বুধবার কৃষ্ণনগর রাজবাড়িতে আসবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর রাজবাড়ীতে বিরোধী দলনেতার আসার খবরে অমৃতা রায়ের নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। কৃষ্ণনগর বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। অর্থের বিনিময়ে প্রশ্নের অভিযোগে ইতিমধ্যেই লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে জোরদার কোনও প্রার্থী দিতে মরিয়া গেরুয়া শিবির।

    Lok Sabha Election 2024: মহুয়া মৈত্র ম্যাজিকেই নদিয়ায় চাঙ্গা তৃণমূল কংগ্রেস

    তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমৃতা রায় জানান, এখনও তো চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়নি। তালিকা প্রকাশিত হওয়ার পর তিনি রাজনীতিতে নেমে কী করতে চান, সে ব্যাপারে বিস্তারিত জানাবেন। তিনি বলেন, ‘আমি রাজনীতির কিছু বুঝি না। তবে বাংলাকে তুলে ধরার ইচ্ছে রয়েছে আমার। আগে প্রার্থী তালিকা প্রকাশিত হোক, তারপর এই বিষয় নিয়ে বিস্তারিত বলব।’

    উল্লেখ্য, এই কেন্দ্র থেকে কৃষ্ণনগরের প্রাক্তন সাংসদ, প্রয়াত সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর ছেলে সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে প্রার্থী করার জন্য তৎপর ছিল বিজেপি। পরবর্তীকালে তিনি প্রার্থী হতে রাজি হননি বলে বিজেপি সূত্রে খবর। এরপরেই জেলা বিজেপি নেতৃত্বের তরফে কৃষ্ণনগর রাজবধূর সঙ্গে আলোচনা করেন তাঁরা। কয়েক দফা আলোচনার পর রাজবধূ নিজে প্রার্থী হতে রাজি হয়েছেন বলেই বিজেপি সূত্রে খবর। এরপরেই রানে নাম কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হয়। যদিও বিজেপির তরফে এখনও রাজ্যের ২৩টি কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। দুই একদিনের মধ্যে সেই তালিকা ঘোষণা করা হবে বলেই জানা গিয়েছে।
  • Link to this news (এই সময়)