• Garden Reach Building Collapse: ‘পরিযায়ী শ্রমিকই ভাল ছিল’, গার্ডেনরিচে বাড়ির ধসে নাতিকে হারিয়ে হাহাকার দিদিমার
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
  • Garden Reach Building Collapse Death:

    প্রতিবেশী দের গলাতেও বিষাদের সুর। খুবই হাসিখুশি স্বভাবের ছেলেটির এই মর্মান্তিক মৃত্যু মন থেকে মেনে নিতে পারছেন না কেউই। শেখ আজিম বলেন, ‘যা হয়েছে অনিচ্ছা থাকলেও আমাদের তা মেনে নিতে হবে। শুধু প্রশাসন কে অনুরোধ করবো তাঁরা যেন পাশে থাকে।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)