CSK IPL Playing 11 Prediction: কাকে রেখে কাকে বাদ দেবে CSK, চ্যাম্পিয়ন হওয়ার জন্য চমকের ফোয়ারায় প্ৰথম ১১ সাজাচ্ছেন ধোনিরা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
Chennai Super Kings Playing 11 Predictions {সিএসকে সম্ভাব্য প্ৰথম একাদশ}: মুম্বই ইন্ডিয়ান্সের মতই পাঁচবার আইপিএল জয়ী। তবে, এবারের আইপিএলে মুম্বই অধিনায়ক রোহিত শর্মার মত পরিণতি হয়নি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। বরং, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভালো কিছু করার জন্য আজও ধোনির ওপরই নির্ভরশীল দক্ষিণের এই ফ্র্যাঞ্চাইজি।
সেই হিসেবে আইপিএল ২০২৪-এর জন্য চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশকে যদি বাছতে বলা হয়, তবে সেটা এমন হতে পারে- রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, মঈন আলি, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), দীপক চাহার, শার্দুল ঠাকুর ও মহেশ থেকশানা।