Gambhir-Shah Rukh: গম্ভীরের বায়নাক্কা সহ্য করে নিয়েছেন শাহরুখ! IPL শুরুর আগেই নাইটদের সম্পর্কের সমীকরণ প্রকাশ্যে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২০ মার্চ ২০২৪
KKR mentor Gautam Gambhi
পূর্ব দিল্লি থেকে লোকসভায় নির্বাচিত সাংসদ গম্ভীর জানিয়েছেন, কেকেআরে শাহরুখ তাঁকে খোলা হাতে যাবতীয় দায়িত্ব সামলাতে বলেছেন। এই ব্যাপারে গম্ভীর বলেন, ‘যখন আমি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছিলাম তখন যা বলেছিল, শাহরুখ এবারও আমাকে একই কথা বলেছে। বলেছে, এটা তোমার ফ্র্যাঞ্চাইজি। হয় তৈরি কর। না-হলে ভেঙে দাও।’