চোট পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ব্যাট হাতে সূর্যকুমারের দুর্দান্ত পারফরম্যান্স এই আশা জাগিয়েছে। গকেবেরহায় যাদব ৩৬ বলে ৫৬ রান করেছিলেন। আর, জোহানেসবার্গে ৫৬ বলে দুর্দান্ত সেঞ্চুরি করেন। তাতেই, টি-২০ ব্যাটার হিসাবে তাঁর খ্যাতি আরও ছড়িয়ে পড়ে। আর, সেই কারণেই রোহিতের যোগদানের পরে সূর্যকুমার যাদবের ভাঙা ইমোজি পোস্টের একটাই অর্থ- মুম্বইয়ের সংসারে অশান্তি। এমনটাই অভিযোগ, নেটিজেনদের একাংশের।